শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মোসাদ্দেককে যদি খেলাতেই হয়, আট নম্বরে কেন?

দল ভালো করলে অনেক দূর্বলতা, ঘাটতি আর ফাঁক-ফোকর ধরা পড়ে না। হারলে বা খারাপ খেললেই বেড় হয় নানা ছিদ্র ও শূন্যতা। এটাই রীতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ আর গেম প্ল্যানিং প্রশ্নবিদ্ধ। সবার একটাই কথা, ফল কি হতো না হতো সেটা বড় কথা নয়। আসল সত্য হলো বাংলাদেশ একজন স্পেশালিষ্ট বোলার কম নিয়ে খেলেছে।

জাতীয় দলের সাবেক প্রশিক্ষক সারোয়ার ইমরান সেই প্রসঙ্গের সঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আজ জাগো নিউজের সঙ্গে আলাপে এ অভিজ্ঞ কোচ বলেন, ‘আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের একাদশে আটজন ব্যাটসম্যান। একজন স্পেশালিষ্ট বোলার কম। আমি ভেবে পাই না, চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে একজন স্পেশালিষ্ট বোলার কম নিয়ে মাঠে নামা কেন? এতগুলো ব্যাটসম্যান নিয়ে খেলতে গিয়ে একজন স্পেশালিষ্ট বোলার কমে গেছে। পার্টটাইম বোলার দিয়ে ১০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে চাওয়াও বিস্ময়কর ঠেকেছে। সবচেয়ে বড় কথা আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের মত ব্যাটসম্যানকে আট নম্বরে খেলাচ্ছি। আমার মনে হয় এতে ছেলেটার মেধা ও প্রতিভাকে খাটো করা হচ্ছে। এত নিচে নামার কারণে সে নিজেকে মেলে ধরতে পারছে না। অত অল্প সময়ে সেট হয়ে তেড়েফুড়ে ব্যাট ছুড়তে হয়। মোসাদ্দেক সৈকত বয়সে তরুণ। এটা তার জন্য বাড়তি প্রেশার হয়ে যাচ্ছে। মোদ্দা কথা, আমরা তাকে কাজে লাগাতে পারছি না। আমার প্রশ্ন হলো, মোসাদ্দেককে যদি খেলাতেই হয়, তাহলে আট নম্বরে কেন? হয় তাকে আরও ওপেরে খেলানো, না হয় তাকে বাদ দিয়ে একজন স্পেশালিষ্ট বোলার খেলানো হলে বরং দলের শক্তির ভারসাম্য আসতো।’

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host