রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
ধোবাউড়ায় ইতিহাস গড়লেন হাতপাখার প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান।
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ১৯৮৬ সালে ধোবাউড়া থানা প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো ধোবাউড়া উপজেলার কোনো সন্তান জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ–১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান আজ এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেন।
বুধবার বিকেল ৪টায় তিনি ধোবাউড়া উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র ও জুনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে।
অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ধোবাউড়া উপজেলার ২ নং গামারীতলা ইউনিয়নের রনসিংহপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রখ্যাত আলেমে দ্বীন, শিক্ষানুরাগী ও অত্র অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুদ্দীনের সন্তান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ধোবাউড়া থেকে প্রথমবারের মতো কোনো এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ধোবাউড়াবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান এবং প্রতিনিধিত্বের আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি ধোবাউড়ার রাজনীতিতে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে ধোবাউড়া ও হালুয়াঘাট অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার, উন্নয়ন ও নৈতিক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।