রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বকসি বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মোঃ জসিম উদ্দিন। এ সময় প্রধান অতিথি প্রায় পাঁচ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বয়স্ক ভাতা, চিকিৎসা ভাতাসহ ক্ষুদ্র ব্যবসা ও পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে অন্যানের মাঝে ডিএমপি লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার মো: জাফর হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শ্রী তপন কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তায় জহির উদ্দিন, স্থানীয় কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার তাদের প্রধান কার্যালয়ের বাড়িটি সংস্থার নামে স্থায়ীভাবে বিনামূল্যে বরাদ্দ প্রদান করা, যোগ্যতার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা,প্রতিবন্ধীর ভিক্ষাবৃত্তি দূরীকরণের জন্য তার পরিবারের যে কোন একজনকে কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করা,দৃষ্টি প্রতিবন্ধীদের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও ব্যক্তিগত হসপিটাল বা ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করা, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহারের ঘরসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বরাদ্দ প্রদান করা সহ বেশ কিছু দাবি সংস্থার পক্ষে আগত অতিথিদের সামনে তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host