শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে তাস দিয়ে জুয়া খেলা ও টেলিভিশনে আইপিএল খেলা চলাকালীন খেলার উপর বাজি ধরা আইপিএল জুয়াড়ি সহ ১৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে
র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা জেলেপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় মোঃ আয়নাল হক (২৩), মোঃ বাপ্পী মিয়া (২২), দিলীপ চন্দ্র বর্মণ (৩১),বাদল বর্মণ (২৮), মোঃ আমির হোসেন @ সবুজ (২৬), মোঃ ইউনূস (২৮), মোঃ আকিল হোসেন (২৪), মোঃ আল আমিন সিকদার (২৪), প্রদীপ চন্দ্র বর্মণ (২২), সাধু বর্মণ (২৬), মোঃ শাহীন হোসেন (২৭), লক্ষণ বর্মণ (২৮) ও মোঃ কামাল হোসেন (২৭) নামের ১৩ জন জুয়ারীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৩১২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০টি মোবাইল ফোন ও নগদ- ৭,২০০/- (সাত হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে
একই আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় গুড্ডু চন্দ্র বর্মণ (৩৭), মোঃ সিদ্দিক (৩০), বিনয় বর্মণ (৩৭) ও বিমল বর্মণ (৩৫) নামের০৪ জন জুয়ারীকে গ্রেফতার কর।এসময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ৬,০১০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।