শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
কেরানীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে দোয়া মোনাজাত,কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম. ই মামুন, শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বাসের উদ্দিন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ সেলিম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মজুমদার,শুভাঢ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাশেম,আঞ্চলিক শাখার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক শেখসহ আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।