সোমবার, ২১ Jul ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

কেরানীগঞ্জে ফেনসিডিল সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

কেরানীগঞ্জে ফেনসিডিল সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে ১৩৬ (একশত ছত্রিশ ) বোতল ফেনসিডিল সহ ০৪(চার) মাদক ব্যবসায়ী গ্রেফতার।।
কেরানীগঞ্জ মডেল থানার, এসআই/আজাদ, এএসআই/ আল আমিন খন্দকার ও সঙ্গীয় ফোর্সসহ গত ই ১০/০৪/২০২৩ তারিখ বিকালে, অতিরিক্ত পুলিশ সুপার(কেরানীগঞ্জ সার্কেল)  মোঃ শাহাবউদ্দিন কবীর মহোদয়ের  দিকনির্দেশনা ও কেরানীগঞ্জ মডেল থানার অপারেশন ওসি আশিকুর রহমান স্যারের নেতৃত্বে, কেরানীগঞ্জ মডেল থানাধীন লছমনগঞ্জ এলাকার সাচ্চু ওরফে গোগার ৫ম তলা বিল্ডিং এর নিচ তলার আসামী রুবির ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে, মাদক ব্যবসায়ী ১। পিয়ারী বেগম(৫১), স্বামী-মৃত- আলমগীর হোসেন, সাং নয়াপুর বাজারস্থ পোড়া বাচ্চুর বাড়ী সংলগ্ন, থানা-সোনারগাঁ, জেলা-নারায়গঞ্জ, ০২। রুবি বেগম(৩৫), পিতা- আব্দুর রহমান হাওলাদার, সাং-পাতারহাট, থানা-মেহেদীগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি- লছমনগঞ্জ সাচ্চু ওরফে গোগার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা(ভাসমান), ০৩। মোঃ তাইজুল ইসলাম পিলু(৩৫), পিতা-তফছের আলী, সাং-গকুল, থানা ও জেলা-বগুড়া, এ/পি-পাথরঘাটা রাজু মিস্ত্রীর বাড়ীর পাশ্বে, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সীগঞ্জ(ভাসমান), ০৪। লিটন ওরফে রিপন(৩২), পিতা- মান্নান রাড়ী, সাং-রামভদ্রপুর, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুরদের দখল হইতে ১৩৬ (একশত ছত্রিশ) বোতল ফেনসিডিলসহ আটক করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host