বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:২০ অপরাহ্ন
কেরানীগঞ্জে প্রবাসী স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী পলাত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে জর্ডান প্রবাসী স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী। হত্যার শিকার ওই প্রবাসী নারীর নাম রেশমা আকতার (২৫)।সে বরিশাল মুলাদী থানার চর পদ্ধা গ্রামের মৃত সলমান সিকদারের মেয়ে। গত ২৭ রমজান সে দেশে এসেছে। ঘটনা পর থেকে তার স্বামী শরীয়তপুরের বালিঘাটা এলাকার মজিদ মোল্লার ছেলে নূর ইসলাম পলাতক রয়েছে।
মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর খেলার মাঠের পাশে ঘাতক নুর ইসলামের ভাড়া বাসা (মাসুদ মিয়ার বাড়ী) থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেশমা আক্তার জর্ডান থাকা অবস্থায় প্রায় এক বছর আগে নুর ইসলাম তাকে তালাক দেয়। সম্প্রতি রেশমা দেশে ফিরে আসার পর মোবাইল ফোনে নুর ইসলামের সাথে যোগাযোগ হলে গতকাল রাতে কৌশলে কোন এক সময় রেশমাকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হত্যা করে পালিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।