বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
কেরানীগঞ্জে থেকে নামি দামি ১০ জুয়াড়ি কে আটক করেছেন র্যাব ১০,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০।
র্যাবের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল
(১লা জুন) মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে
জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় মোঃ সুমন কবির @ রঞ্জু (৫১),মোঃ হুমায়ুন (৫০),মোঃ মনির হোসেন (৪২),মোঃ শাহ আলম (৩২),মোঃ জীবন হাওলাদার (৩৩), মোঃ সালাম মাতবর (৪২),মোঃ আঃ রাজ্জাক (৪৫),মোঃ সবুজ বেপারী (৪৯),মোঃ আনোয়ার খান (৩৯) ও মোঃ জামাল মাল (৪৬) নামের ১০ জন জুয়ারীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড(তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ- ৪০,৮৪০/-টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।