মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
কেরানীগঞ্জে করোনা উপেক্ষা করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বেতন ও পরীক্ষার নামে ফি জন্য বাড়ি বাড়ি গিয়ে উঠাচ্ছেন টাকা,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
কেরানীগঞ্জে করোনা উপেক্ষা করে একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে পরিক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকায় অবস্থিত ক্যালিবার আইডিয়াল স্কুলের বিরুদ্ধে এ অভিযোগ করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। পরিক্ষার প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা এবং জাহানারা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার ফি এবং বেতন বাবদ টাকা আদায় করছে।
ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রিয়ান হোসেন ইফাতের মা স্বর্ণা আক্তার বলেন, সরকার করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। অথচ এই বিদ্যালয়টি করোনা মহামারীর মধ্যেও প্রতি মাসের বেতন আদায় করছে। এখন আবার পরিক্ষার ফি চাচ্ছে। বিদ্যালয়ের দুই শিক্ষিকা মালা এবং জাহানারা বাড়ি এসে বেতন ও ফিসের জন্য চাপ প্রয়োগ করছে।
এর আগেও সমাপনী পরিক্ষার কথা বলে দুইশত টাকা নিয়েছে।
ক্যালিবার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অজয় মণ্ডল বলেন, উপজেলা থেকে আমাদের কোনো নির্দেশনা নেই, তবে আমাদেরও তো প্রতিষ্ঠান চালাতে হয়। ছাত্র-ছাত্রীদের থেকে বেতন না উঠালে প্রতিষ্ঠান কিভাবে চালাবো। সেজন্য মানবিক দিক বিবেচনা করে সকলের কাছে আবেদন করি। তবে এখন থেকে আর এধরনের কোন টাকা উঠাবো না।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বলেন, আমার উপজেলায় ১২৮ টি প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে কোনো অনিয়ম হচ্ছে না। এগুলোতে কোনো অনিয়ম হলে আমি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। তবে কিন্ডারগার্ডেন আমার অধীনে নয়। এটা ইউএনও মহোদয় কে জানাতে হবে, তিনি যদি আমাদের কোনো নির্দেশনা দেয় তাহলে আমরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করব।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, শিক্ষা কর্মকর্তার কথা সঠিক নয়। উপজেলার সকল সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরদারি তার দায়িত্বে। তবে আমরা এপর্যন্ত যতগুলো অভিযোগ পেয়েছি সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। সঠিক অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।