সোমবার, ২১ Jul ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

কেরানীগঞ্জে আন্তঃজেলা ব্যাটারী চালিত অটোরিক্সা মিশুক চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার, ৭ অটোরিক্সা উদ্ধার।

আন্তঃজেলা ব্যাটারী চালিত অটোরিক্সা মিশুক চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার, ৭ অটোরিক্সা উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে থেকে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।তাদের কাছ থেকে ৭ অটোরিক্সা ও মিশুক আটক করা হয়েছে। আসামীরা হলেনঃ মোঃ বিল্লাল হোসেন (৩০), মোঃ আজিম (৩৩)।


৩১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুল ইসলাম এতথ্য তুলে ধরেন। তিনি জানান,এ চক্রটি দীর্ঘদিন অসহায় খেটে খাওয়া মানুষের শেষ সম্বল অটোরিক্সা মিশুক কৌশলে চুরি বা ছিণতাই করে অটোরিক্সার রং বদল করে আকৃতি পরিবর্তন করে অন্যেও কাছে বিক্রয় করিয়া আসছিল। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কেরানীগঞ্জ মডেল থানার লাকিরচর সাকিনে অনিক সিএনজি পাম্প এর সামনে দুজন অটোরিক্সা বিক্রয় করার জন্য অবস্থান করছে। এসময় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এর নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ ও এস আই জিয়াউদ্দিন সহ পুলিশের এক চৌকস টিম অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে একটি অটোরিক্সা /মিশুকসহ আটক করা হয়। চোর চক্রের দেয়া তথ্য অনুযায়ী তারা জানায় তাদেও সিন্ডিকেটের আরো সদস্য পার্শবর্তী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিরাজপুর বাজার (গরুর হাট সংলগ্ন ) সাইদ এর আটোগ্যারেজ ও লাকিরচর সালামের গ্যারেজ এ আরো ছয়টি অটোরিক্সা আছে। উক্ত তথ্য অনুযায়ী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিরাজপুর বাজার (গরুর হাট সংলগ্ন ) সাইদ এর আটোগ্যারেজ থেকে চারটি ও লাকিরচর সালামের গ্যারেজ ২টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
এ কর্মকর্তা আরো জানান, এ অটোরিক্সা চোর চক্রের আরো ৫/৭ টিম রয়েছে। আমরা দুটি চক্রকে আটক করতে সক্ষম হয়েছি বাকি দের আটক করতে অভিযান অব্যাহত আছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবদ্দিন কবির,কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোং মামুন অর রশিদ, এসআই জিয়াউদ্দিনসহ কেরানীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন

ধৃত আটক আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host