শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কয়েক নেতার বাড়িঘরে হামলা- ভাংচুর লুটপাট ও আগুন।

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কয়েক নেতার বাড়িঘরে হামলা- ভাংচুর লুটপাট ও আগুন।

 

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বাড়িসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাবেক থানা ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ মিঠু ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট ও অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ নয়াবাড়ি এলাকায় মজিবুর রহমানের মালিকানাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় নিজের বসবাসরত ফ্লাটে এই ভাঙচুর চালানো হয়। দশতলা ভবনের বাকি ফ্লোর গুলো ভাড়াটিয়া থাকায় সেগুলোতে কোন হামলা চালানো হয়নি। তবে এ সময় ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়ে।
মুজিবুর রহমানের মামাতো বোন জুই বেগম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সহকারে বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। এ সময় তারা সিঁড়ি র গ্লাস ভাঙচুর করে এবং নিচে থাকা একটি প্রাইভেটকার ভাঙচুর ও চাকা খুলে নিয়ে যায়। পরে একটি দল দ্বিতীয় তলায় উঠে বেডরুমে ঢুকে আলমারী ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ব্যাংকের চেক বই লুট করে। এমনকি লুটেরা দল ঘরের টিভি ফ্রিজ কম্পিউটার সহ মূল্যবান সব জিনিসপত্র নিয়ে গেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাত্র বলে পরিচয় দিয়ে গেছে।
এরপরে রাত ৮ টার পরে আগানগর ইউনিয়নের দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু,সা বেক থানা ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ মিঠু, বিপ্লাস শাড়ির শোরুম ভাংচুর ও লুটপাট করা হয়।
এর পরে জিনজিরায় নামাবাড়িতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন ও জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেনের বাড়িতেও হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে।

রাত ১১ টার কিছু পরে দক্ষিন কেরানীগঞ্জ থানা ধীন বাঘৈর এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়। এ সময় বাড়িতে কেও না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, এমন ঘটনা শুনেছি তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য: হাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে ০২ টি মামলা রয়েছে। এছাড়া শাহীন আহমেদের বিরুদ্ধেও মামলা রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host