বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটিপতি নেপথ্যের নায়ক কে এই সিরাজ।

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটিপতি নেপথ্যের নায়ক কে এই সিরাজ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃআলমগীর হোসেন

দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও কেরানীগঞ্জ এলাকায় যেন এর ব্যতিক্রম। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব । সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে একটি সিন্ডিকেট চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ।

খোঁজ নিয়ে জানা যায়, কেরানীগঞ্জ দারুসসালাম এলাকায় অনেক বাড়ীতে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। তার সব গুলো সংযোগই দিয়েছেন সিরাজ নামে এক ব্যাক্তি। তিনি গ্যাস ঠিকাদার পরিচয়ে মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ কেরানীগঞ্জ দারুসসালাম এলাকায় ঘরে ঘরে পৌছিয়ে দিচ্ছেন অবৈধ গ্যাস সংযোগ । তার এই আধিপত্য রয়েছে কেরানীগঞ্জ দারুসসালাম এলাকাতেও।গ্যাস ঠিকাদার সিরাজের নিজ ৬ তলা ভবনেও অবৈধ গ্যাস-সংযোগের প্রমাণ মিলেছে। তার বিভিন্ন মহল্লায় বাসাবাড়িতে চক্রটি অবৈধ গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অনুসন্ধানে আরো বেরিয়ে আসে, দারুসালাম এলাকাধিন লালমিয়ানগর রোডের পাসেই একটি ২য় তলা রিপিন মিয়ার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ। বাড়িতে দায়িত্বপ্রাপ্ত থাকা ম্যানেজার এক মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান এই বিষয় গ্যাস সিরাজ এর সাথে যোগাযোগ করেন। তিনি আরও বলেন এই বাড়ির গ্যাস সংযোগ সিরাজ দিয়েছেন এবং প্রতি মাসে এই পুরো বাড়ির গ্যাস বিল সিরাজ নিজেই নিয়ে যায়। এই এলাকার প্রায় সবার বাড়ির গ্যাস সংযোগসহ অর্ধশত বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ এর হদিস পাওয়া যায়।

  • অভিযুক্ত সিরাজ জানান, ‘আমার তিন তিনটি লাইসেন্স থাকায় সারা বাংলাদেশে গ্যাস লাইনে কাজ করার সুযোগ রয়েছে। এই বিষয়ে যারা অভিযোগ করেছে তা সত্য নয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host