সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ পৌর ১১নং ওয়ার্ডে ওএমএস ডিলারের পাশে বসার টুল ও শাওনি টাঙিয়ে দিলেন ছাত্রনেতা বারেক ভূঁইয়া কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার।

কেরানীগঞ্জের কদমতলীতে অবৈধ প্রাইভেট কার স্ট্যান্ড,লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে সোহেল ও হান্নান।

কেরানীগঞ্জের কদমতলীতে অবৈধ প্রাইভেট কার স্ট্যান্ড,লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে সোহেল ও হান্নান।

কেরানীগঞ্জ প্রতিনিধি।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গগামী ২৫ টি জেলার গাড়ি ঢাকার কেরানীগঞ্জের কদমতলির এলাকা উপর দিয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ব্যবহার করে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। যানজট নিরশনে এরই মধ্যে  দক্ষিণবঙ্গগামী বিভিন্ন পরিবহনের টিকেট কাউন্টার ও কদমতলী এলাকা থেকে সরিয়ে চুনকুটিয়া বেগুনবাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কদমতলী গোল চত্বর এলাকা যানজট নিরসনে কাজ করলেও অবৈধ বিভিন্ন স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই রয়েছে।আর রাস্তার উপর অবৈধ প্রাইভেটকার স্ট্যান্ড থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছে স্থানীয় নামধারী কিছু নেতা।

সরজমিনে গিয়ে কদমতলী এলাকায় প্রাইভেট কার চালক ও মালিকদের নিয়ে সংগঠনের নামে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলার অভিযোগ পাওয়া যায়। কদমতলী গোল চত্তর এলাকায় অবৈধ স্ট্যান্ড বসিয়ে ভুয়া কমিটি বানিয়ে চালকদের কাছ থেকে মাসিক ভিত্তিতে মাসোহারা এবং দৈনিক সার্ভিস চার্জের নামে এই চাঁদা তোলা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, কদমতলী গোলচক্কর এলাকায় অবৈধ প্রাইভেটকার স্ট্যান্ডে ৮০টি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মাইক্রোবাস নোয়া গাড়ি রয়েছে। এসব গাড়ি থেকে আওয়ামী লীগের স্থানীয় এলাকার প্রভাবশালী চার পাঁচজন নেতার ছত্রছায়ায় স্ট্যান্ডে ও কমিটি গঠন করে সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ হান্নান মিলে প্রতি মাসে প্রাইভেট কার থেকে ২ হাজার টাকা এবং প্রতিদিন সার্ভিস চার্জ বাবদ পত্রিকা গাড়ি থেকে ৮০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। এছাড়াও ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণের বেশ কয়েকজন অসাধু সার্জেন্ট ও টিআই মাহফুজকে ম্যানেজ করে অবৈধ লেনদেনের মাধ্যমে ফিটনেস বিহীন গাড়ী ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অপ্রাপ্ত বয়স্কদের মাধ্যমে গাড়ী চালানো হচ্ছে। ফলশ্রুতিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের দূর্ঘটনার মাধ্যমে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে।
এমনকি নতুন কোন গাড়ি এই স্ট্যান্ডে রেখে চালাতে গেলে গাড়ি নাম লাইনে লিপিবদ্ধ করার জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা এককালীন দিতে হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, গত বছর থেকে এ পর্যন্ত এসপি স্যারের নির্দেশে ঢাকা জেলায় ২৩ জন চাঁদাবাজকে আটক করে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান স্যারের নির্দেশে আমরা জেলায় চাঁদাবাজি, রাহাজানি, মাদক ছিনতাই ও ডাকাতদের স্থান হতে দিবো না। এছাড়া জেলায় যেই অপকর্ম করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host