মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা-সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নতুন মৌলিক গান “বশীকরণ তাবিজ” নিয়ে আবারও আলোচনায় কণ্ঠশিল্পী রাকা পপি নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকারকেরানীগঞ্জেঔষধ ব্যবসায়ির ছেলেকে ছুড়িকাঘাতে হত্যা আসামী মালেক গ্রেপ্তার

ঔষধ ব্যবসায়ির ছেলেকে ছুড়িকাঘাতে হত্যা

আসামী মালেক গ্রেপ্তার 

কেরনীগঞ্জ প্রতিনিধি ঢাকা,
আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার পুকুর পাড় রোডের খালেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া দ্বশম শ্রেণির ছাত্র আজাদ (১৫) নামে এক কিশরকে চা,পান,বিড়ি খাওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পীত ভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্কুল বন্ধু মালেক (১৮), ফাহিম (১৬) শাকিল (২০) সহ অজ্ঞান ৬ জন এ হত্যার সাথে জড়িত বলে পরিবারে দাবি।

নিহত আজাদের স্ব-পরিবার কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার পুকুরপাড় রোডের খালেক মিয়ার বাড়ীতে ভাড়া বসবাস থাকতেন। আজাদ কয়েকদিন আগে বড় ভাই আমজাদ হোসেনের সাথে ঢাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসেন। বড় ভাই আমজাদ নিজের কাছে রেখে ও আজাদকে টাঙ্গাইল জেলায় লেখাপড়া করান। আজাদ পরীক্ষায় সময় কেরানীগঞ্জের আগানগর উ”চ বিদ্যালয়ের এসে পরীক্ষায় অংশগ্রহন করতেন। নিহতের পরিবারে ২ ভাই ও ২ বোন । আজাদ দিদারুল্লাহ গ্রামের দৈলদিয়া থানার ভোলা জেলার মোঃ আমির হোসেনের ছেলে। নিহতের পিতা আমবাগিচা এলাকায় আল্লারদান ফামের্সী নামে ঔষধের ব্যবসা করেন।

নিহতের বাবা আমির হোসেন বলেন, গতকাল সোমবার সন্ধা ৭টায় আমার ছোট ছেলে আজাদকে তার স্কুল বন্ধু মালেক বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত ১১ টায় এলাকাবাসী আজাদকে আমার ফামের্সীতে রক্তাত্ত অব¯’ায় নিয়ে আসেন। আজাদকে রক্তাত্ত অব¯’ায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিসটফোর্ড হাসপাতাল) নিয়ে গেলে কর্তবরত ডাক্তার নিহত ঘোষনা করেন। আমার নিরাপরাধ সন্তানের হত্যাকারীদের কঠিন শান্তির দাবি জানা”িছ।

নিহতের বড় ভাই মোঃ আমজাদ বলেন, আমার ছোট ভাইকে ওর স্কুল বন্ধুমহল মালেক,ফাহিম,শাকিল বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পীত ভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। আসামী মালেককে ¯’াণীরা ধরে পুলিশের কাছে সোপর্দ করেন অন্যরা পারিয়ে যায়। আমার ছোট ভাইয়ের হত্যাকারিদের ফাঁসি চাই।

নিহতের মামা  বলেন- আজাদ ও আমজাদ আমার দুই ভাগিনা টাঙ্গাইজেলায় থেকে লেখাপড়া করেন। আজাদ ঢাকার ভাড়া বাসায় বেরাতে আসেন। তার কিছু স্কুল বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পীত ভাবে তাকে হত্যা করেন।

কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জ, শাহ্জামান বলেন, আজাদ হত্যার সাথে জড়িত মালেক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আজাদের বাবা আমির হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যার মামলা দায়ের করেছন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host