মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
কেরাণীগঞ্জে ৯,২৫০ পিস আতশবাজিসহ র্যাবের অভিযানে আটক ১ জন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে র্যাবের অভিযানে ৯,২৫০ পিস আতশবাজিসহ মোঃ হাবিব শেখ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
আজ মঙ্গলবার ভোর ৫টার ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৯,২৫০ (নয় হাজার দুইশত পঁঞ্চাশ) পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ ০১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) এর তথ্য নিশ্চিত করে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই ঘটনায় । ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় ।