বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
কেরাণীগঞ্জে নব নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন,
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার নব নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় আজ রবিবার সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ঢাকা জেলার জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক আবু জাফর রিপন । স্থানীয় সরকার কর্মকর্তা সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট,
মনীষা রানী,জেলা ফ্যাসিলেটর, এল.জি.এস.পি-৩
মোঃ জাবেদ আলী চৌধুরী, ও কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান প্রমূখ। নব নির্বাচিত শপথ নেওয়া চেয়ারম্যানগন হলেন জিনজিরা ইউনিয়নে মোঃ সাকুর হোসেন সাকু,আগানগর ইউনিয়ন হাজী জাহাঙ্গীর শাহ খুশী, ,শাক্তা ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব, শুভাঢ্যা ইউনিয়নে হাজী ইকবাল হোসেন, তেঘরিয়া ইউনিয়নে হাজী লাট মিয়া, কোন্ডা ইউনিয়নে সাইদুর রহমান ফারুক চৌধুরী, বাস্তা ইউনিয়নে মোঃ আশকর আলী, কালিন্দী ইউনিয়নে হাজী মোঃ ফজলুল হক, কলাতিয়া ইউনিয়নে মোঃ তাহের আলী, রুহিতপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী। শপথ বাক্য শেষে জেলা প্রশাসক শহীদুল ইসলাম নব নির্বাচিত চেয়ারম্যানগনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।