মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

কদমতলী আল বারাকা হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর

 

কদমতলী আল বারাকা হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

 

ঢাকার কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী। মৃত রোগের নাম শেফালী আক্তার (৫০), সে জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকার আহমদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া নাসির শিকদারের স্ত্রী ও শরীয়তপুর জেলার এলেম চর গ্রামের হাসান হাওলাদারের মেয়ে।

আজ ১২ই জুলাই সংবাদ রাত ৮ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকায় আল বারাকা হাসপাতাল এ ঘটনা ঘটে।এই সময় রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের সামনের গ্লাসের ফটক, চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
নিহতের মেয়ে পিংকি ঘটনা প্রসঙ্গে জানান, গত ৩রা জুলাই হাতের টিউমার অপারেশনের জন্য তার মাকে আল বারাকা হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় অপারেশনের জন্য তার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সেখানে এনেসথেসিয়া ডাক্তার ছাড়াই তাকে অপারেশনের জন্য অজ্ঞান করা হয়। দীর্ঘক্ষণ জ্ঞান না ফেরায় তাকে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে এনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করে।

এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটদিন আইসিওতে ভর্তি থাকার পর গতকাল রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। মিটফোর্ড হাসপাতালে কর্তৃপক্ষ লাশ হস্তান্তরের সময় আল বারাকা হাসপাতাল ভুল চিকিৎসা করেছে এমন তথ্য জানানোর পর মায়ের দাফন শেষে আজ সন্ধ্যায় হাসপাতালে জিজ্ঞাসাবাদের জন্য গেলে তাদের সাথে তর্ক বিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে রোগীর আত্মীয় ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালে ব্যাপক ভাঙচুর ভাঙচুর চালায়।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করি। উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে, তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host