শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ
প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক।

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃর্স্ফূত অংশ নেয় কেরাণীগঞ্জের বিভিন্ন পেশাদার লোক জন। উৎসবে আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, পেয়ারা, আনারস, পেঁপে, লটকন, ড্রাগনফলসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের সমাহারে ক্লাবটি ছিলো পরিপূর্ন।

গত কাল শনিবার সকালে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব ভবনে ফল উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলার সাবেক বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উাদ্দন। কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনির সভাপতিত্বে এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক কেরাণীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মতিন, সাবেক কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তালেব, মজিবুর রহমান, জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহাতুল বারী, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন সিকদার, জিনজিরা ইউনিয়নের বিএনপির সভাপতি এড.মোকারোম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশ্ররাফ হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক সমকালের প্রতিবেদক মুক্তার হোসেন, মোহনা টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য, সামসুল ইসলাম সনেট, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, যুগ্ন সম্পাদক, শাহীন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন, প্রচার সম্পাদক রানা আহমেদ, কার্যকরী সদস্য এইচ এম আমিন, মো: সাইদ, আরিফ , সম্রাট, মোস্তাক আহম্মেদ, মো.মাহবুব আলী প্রমূখ।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি তার বক্তবে বলেন, আমদানি করা ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে শহরের লোকজনেরা দেশের অনেক ফলের সঙ্গে পরিচিত নন। নতুন প্রজন্মকে পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি ফলের সঙ্গে পরিচিত করা এবং খাওয়ার ব্যপারে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে সকলকে সাধ্যমতো ফলের গাছ লাগাতে হবে। এতে করে যেমন দেশের ফলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে। কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শেখ মো. শামীম উদ্দিনের ধন্যবাদান্তে ফল উৎসব আরো আয়োজন ছিলো মনজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। অতিথিগন ফল উৎসবের শেষে মনজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host