রবিবার, ১১ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

শাহরুখের পাশেই কাজলের মূর্তি!

লন্ডনের মাদাম তুসো জাদুঘরের খ্যাতি জগতজোড়া। এখানে বিশ্বের তাবৎ জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি স্থাপন করে তাদের সম্মান জানানো হয়।

এরই মধ্যে বলিউডের বহু তারকার মূর্তি স্থাপন করা হয়েছে এ জাদুঘরে। এ তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। এবার সেই তালিকাভুক্ত হচ্ছেন মায়াবি চেহারার অধিকারিণী কাজল।

জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেকান ক্রনিকেল জানিয়েছে, শিগগির মাদাম তুসোয় কাজলের মোমের মূর্তি উন্মোচন হচ্ছে। অবশ্য পদ্মশ্রী খেতাব পাওয়া এ তারকার মূর্তি আরও আগে সেখানে স্থান করে নিতে পারত। কিন্তু কেন পারেনি, তা অজানা। তবে দেরিতে হলেও সেটি বাস্তবে রূপ পাচ্ছে।

কাজলের সঙ্গে এরই মধ্যে দেখা করে গেছে মাদাম তুসো কর্তৃপক্ষ। তারা মূর্তির মাপও নিয়েছেন। পোশাক, স্টাইল, সাজসজ্জাও ঠিক করা হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলেশাহরুখ খানের মূর্তির পাশেই স্থাপন করা হবে নায়িকার মূর্তি।

স্ক্রিনে শাহরুখ-কাজলের রসায়ন দুর্দান্ত। বিশ্বব্যাপী অগণিত ভক্ত-সমর্থক রয়েছেএ জুটির। শোনা যাচ্ছে, তাআমলে নিয়েই এ সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ।

পর্দায় শাহরুখ-কাজলকে শেষবারের মতো দেখা গেছে ‘দিলওয়ালে’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৫ সালে। এর পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রটেছে- ফের জুটি বেঁধে কাজ করবেন তারা। তাদের সিনেমাটির কাজও শুরু হচ্ছে এ বছর।

উল্লেখ্য, কাজলের মূর্তিটি উন্মোচনে আমন্ত্রণ জানানো হয়েছে স্বামী অজয় দেবগণসহ পরিবারের সবাইকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host