শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

মনোনয়ন প্রত্যাশীদের প্রচারে বাধা দেয়া যাবেনা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারনায় কোন ধরনের বাধা সৃষ্টি করা যাবেনা বলে প্রধানমন্ত্রী দলের মন্ত্রী -এমপিদের সতর্ক করে দিয়েছেন। আওয়ামী লীগের একাধিক নির্ভযোগ্য সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সূত্র আরো জানায়, সভায় উপস্থিত মন্ত্রী, এমপিদের উদ্দেশ্য করে  প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের উন্নয়নের প্রচার যে কেউ করতে পারবে। তাতে কোন বাধা দেয়া যাবে না। প্রধানমন্ত্রী আরো বলেন আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারে মন্ত্রী-এমপিরা বাধা হয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জ : তৃণমূল চষে বেড়াচ্ছেন ‘নৌকার প্রার্থী’ শাহীন আহমেদ। ফাইল ছবি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিতেই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে গতকালই সারা দেশ থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হন। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভাপতির সঙ্গে বৈঠকের সুযোগ পেয়ে তৃণমূলের নেতাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host