শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর (৬৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

 

ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর (৬৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

১। গত ০৪/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময়* ভিকটিম আ: কুদ্দুস মোল্লা (৫৫) মসজিদে এশার নামাজ শেষে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলে *ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মক্রমপট্টি পশ্চিম পাড়া* তিন রাস্তার মসজিদ সংলগ্ন ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পৌছালে *আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে* আসামী *দবির উদ্দিন মাতুব্বর (৬৫)’সহ* সঙ্গীয় অপরাপর আসামীগণ ভিকটিমকে *দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা ভিকটিমের গলায় কুপিয়ে ও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।* ভিকটিমের ডাক চিৎকারে ভিকটিমের ভাই ফিদু (৪৮)’সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণ তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। মারামারির এক পর্যায়ে আসামীগণ ভিকটিমদের বসতঘরেও হামলা করে ২ লক্ষ টাকার ক্ষতিসাধন সহ ৫,৫০,০০০/- টাকা ও ০৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক *ভিকটিম আ: কুদ্দুস মোল্লা’কে মৃত* ঘোষণা করেন এবং অন্যান্য ভিকটিমগণ উক্ত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে ভিকটিম ফিদু উল্লেখিত ঘটনায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় এজাহার দায়ের করলে মামলা নং- ০৮, তারিখ- ০৫/০৫/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩০২/৪২৭/ ৩৮০/৫০৬(২)/৩৪/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন দরিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আ: কুদ্দুস মোল্লা হত্যা মামলার এজাহারনামীয় আসামী *দবির উদ্দিন মাতুব্বর (৬৫),* পিতা- মৃত জমসেদ মাতুব্বর, সাং- মক্রমপট্টি, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host