বার্তা ডেস্ক
- ২৪ মে, ২০২৫ / ১ জন পাঠক সংবাদটি পড়েছেন

ঢাকা জেলা ডিবির দক্ষিণ এর বিশেষ অভিযানে ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান ও মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস ডিবি টিম ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং ৪৩(৫)২৫ এর লুন্ঠিত মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা করে ইং ২৪/০৫/২০২৪ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা উত্তর পাড়া এলাকা হতে ১) মোঃ রাজু @ লাল চাঁন(৩০), পিতা- মৃত দবির খান, মাতা- সাজেদা বেগম, সাং- নোয়াদা, থানা+ জেলা- মুন্সিগঞ্জ, এপি- খেজুরবাগ ৬নং ওয়ার্ড, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ২। মোঃ আরফান(২৯), পিতা- মোঃ আনোয়ার, সাং- শুভ্যাঢা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ৩। মোঃ বাবু (২৩), পিতা- মোঃ আফসার খা, মাতা- সেতারা বেগম, সাং- চুনকুটিয়া মধ্যপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ৪। মোঃ রাজীব বেপারী(২৪), পিতা- নুর ইসলাম, মাতা- নাজমা বেগম, সাং- সৈয়দপুর, থানা+জেলা- মাদারীপুর, এপি- টিপু মিয়ার ভাড়াটিয়া, খালপাড়, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে বাদীর লুন্ঠিত হওয়া ক) ০২টি Canon 7D ও Canon 6D DSLR ক্যামেরা, খ) ০১টি iPhone-x গ) ০১টি SONY Experia-5iii স্মার্টফোন, ঘ)ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাইনিজ কুড়াল ও ০৫টি চাকু উদ্ধার করা হয়। বর্ণিত আসামীদের কে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।