রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবির দক্ষিণ এর বিশেষ অভিযানে ০৪ জন ছিনতাইকারী‌ গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১ জন । ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর উদ্দ্যেগে “এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি” গঠন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দফতরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা। ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর (৬৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এডভোকেট এম হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা ! যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই !

ঢাকা জেলা ডিবির দক্ষিণ এর বিশেষ অভিযানে ০৪ জন ছিনতাইকারী‌ গ্রেফতার।

ঢাকা জেলা ডিবির দক্ষিণ এর বিশেষ অভিযানে ০৪ জন ছিনতাইকারী‌ গ্রেফতার।
কেরানীগঞ্জ  সংবাদদাতা।
ঢাকা জেলা পুলিশের  সুযোগ্য পুলিশ সুপার  জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান ও মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা  ডিবি  (দক্ষিণ) এর চৌকস  ডিবি টিম ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং ৪৩(৫)২৫ এর লুন্ঠিত মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা করে ইং ২৪/০৫/২০২৪ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা উত্তর পাড়া এলাকা হতে ১) মোঃ রাজু @ লাল চাঁন(৩০), পিতা- মৃত দবির খান, মাতা- সাজেদা বেগম, সাং- নোয়াদা, থানা+ জেলা- মুন্সিগঞ্জ, এপি- খেজুরবাগ ৬নং ওয়ার্ড, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ২। মোঃ আরফান(২৯), পিতা- মোঃ আনোয়ার, সাং- শুভ্যাঢা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ৩। মোঃ বাবু (২৩), পিতা- মোঃ আফসার খা, মাতা- সেতারা বেগম, সাং- চুনকুটিয়া মধ্যপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ,  জেলা- ঢাকা, ৪। মোঃ রাজীব বেপারী(২৪), পিতা- নুর ইসলাম, মাতা- নাজমা বেগম, সাং- সৈয়দপুর, থানা+জেলা- মাদারীপুর, এপি- টিপু মিয়ার ভাড়াটিয়া, খালপাড়, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে বাদীর লুন্ঠিত হওয়া ক) ০২টি Canon 7D ও Canon 6D DSLR ক্যামেরা, খ) ০১টি iPhone-x  গ) ০১টি SONY Experia-5iii স্মার্টফোন, ঘ)ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাইনিজ কুড়াল ও ০৫টি চাকু উদ্ধার করা হয়। বর্ণিত আসামীদের কে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে  বিজ্ঞ আদালতে  সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host