মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে ফলের আড়ৎ ও কেমিক্যাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ফলের আড়ৎ ও একটি অবৈধ কেমিক্যাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফল পাকাতে ক্ষতিকর কেমিক্যাল ও ফরমালিন ব্যবহারের দায়ে ৯ জনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের কারণে একটি কেমিক্যাল কারখানা সিলগালা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজেন্দ্রপুর এলাকার ফলের আড়তগুলোতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে কেমিক্যাল ও ফরমালিন ব্যবহার করে কলাসহ বিভিন্ন ফল পাকানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়তের ম্যানেজারসহ কয়েকজন আড়তদারকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই দিনে জিঞ্জিরা এলাকায় ‘পিওর ক্লিন’ নামের একটি কেমিক্যাল কারখানায় পৃথক অভিযান চালানো হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কারখানাটির কোনো বিএসটিআই অনুমোদন ও বৈধ লাইসেন্স নেই। পাশাপাশি অযোগ্য লোকবল দিয়ে কেমিস্টের দায়িত্ব পালন করানো হচ্ছে এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কেমিক্যাল জাতীয় কাঁচামাল সেখানে মজুদ রয়েছে। এসব অনিয়মের কারণে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের প্রতিনিধি ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ, মাহবুব রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, “দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর এলাকায় ফল ও সবজির আড়তগুলোতে কেমিক্যাল ও ফরমালিন ব্যবহার করে কলা পাকানো হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জিঞ্জিরা এলাকায় অবৈধভাবে পরিচালিত কিছু কারখানা রয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।