মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের। ৬ই জুলাই রোজ রোববার লালবাগ থানা বিএনপি ২৩ নং ওয়ার্ডের সভাপতি সাঈদ হোসেন সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী কেরানীগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপির সমাবেশ অনুষ্ঠিত। গণতন্ত্রের শপথে শহীদদের পাশে কেরানীগঞ্জের তরুণেরা। ২৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও মাদক বহনে প্রাইভেটকার জব্দ। আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত চান্দ্রা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পিবিআই’য়ের অভিযানে, ২ কোটি ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চক্রের দুই সদস্য গ্রেফতার। ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা কর্তৃক ৬০০০ পিস ইয়াবা উদ্ধার এবং দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। চাঁদপুরে নতুনবাজার-পুরানবাজার সেতুর নিচে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে।

ভবিষ্যতে প্রযোজনা করার ইচ্ছা আছে

গত বছরের শেষের দিকে ঢাকা অ্যাটাক ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন আরিফিন শুভ। নতুন বছরে ‘ভালো থেকো’ নামে একটি ছবি আছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে নায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প ছবির কাজ শেষ হল সম্প্রতি। বর্তমান ব্যস্ততা ও চলচ্চিত্রের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা কেমন বলে মনে হচ্ছে?

** আশাবাদ তো ব্যক্ত করতে হবে। কিছুটা অশান্ত ছিল কিছুদিন ধরে। এখন অনেকটা শান্ত বলা যায়। তাছাড়া ভালো তো থাকতেই হবে। না হলে আমরাই আমাদের অস্তিত্ব সংকটে পড়ব।

* ঢাকাই চলচ্চিত্র কি নায়কনির্ভর বলে মনে করেন?

** আমি তা মনে করি না। নায়কনির্ভরই যদি হতো তাহলে একজন নায়কের সব ছবিই সুপার হিট হতো। তা কি হচ্ছে?

* একটা ছবি ব্যবসা সফল করতে কার অবদান বেশি?

** নিঃসন্দেহে পরিচালক-প্রযোজকের অবদান আগে বেশি।

* ঢালিউডে জুটি তৈরি হচ্ছে না। বিষয়টি কীভাবে দেখছেন?

** সেটির অনেকাংশে দায়বদ্ধতা কিন্তু পরিচালকের। একজন পরিচালক দেখতে পান কোন দুটো চরিত্রের রসায়নটা খেলবে। নায়ক-নায়িকাদেরও কৃতিত্ব আছে, তবে সেটি পরিচালকরাই সৃষ্টি করেন। জুটি সমস্যার জন্য পরিচালকদের দায়বদ্ধতা বেশি। কাজ অনেকেই করছে কিন্তু আগের মতো সফল হচ্ছে না।

* পরিচালনা কিংবা প্রযোজনা করার ইচ্ছা আছে?

** অভিনয় নিয়েই থাকব। পরিচালনা করব না। ভবিষ্যতে প্রযোজনা করার ইচ্ছা আছে।

* নতুন বছরে প্রত্যাশা কী?

** আমি পরিবার ও কাজ নিয়ে থাকতে চাই। আরও বেশি পরিশ্রম করতে চাই। চলতি বছর আমার খুব বেশি সিনেমা মুক্তি পাবে বলে মনে হয় না। তবুও যেগুলো আসবে সেগুলো যেন দর্শকরা দেখেন। প্রেক্ষাগৃহে মানুষ বেশি বেশি আসুক। আশা করি, গত বছরের চেয়ে চলতি বছর নিজের আরও উন্নতি ঘটাতে পারব।

হাসান সাইদুল

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host