শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ২২/০৩/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১:২০ ঘটিকার* সময় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় ভিকটিম *মীর জুবায়ের (৩৮)* এর ব্যবসা প্রতিষ্ঠান আবু বক্কর সিদ্দীক এন্টারপ্রাইজ এর সামনে এসে ইট, বালু, সিমেন্ট ও জমির ব্যবসার পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোল্লা ফারুক এর নেতৃত্বে আসামী *মোহাম্মদ আমির হোসেন (৪২), গুল মোহাম্মদ @ আনোয়ার হোসেন (৫০) ও মো: আবুল হোসেন (৫৪)’সহ* অপরাপর আসামীগণ ভিকটিমকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পিস্তল দ্বারা গুলি করে হত্যা করে। পরবর্তীতে আসামীগণ অস্ত্রের মহড়াসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।

২। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মীর হামিদুর রহমান (৪৪) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় *অদ্য ০৭/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৫৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর রমনা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৪৩, তারিখ- ২৩/০৩/২০২৫, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ ৩/৪ বিস্ফোরক দ্রব্যাদি আইন এর এজাহারনামীয় আসামী *১। মোহাম্মদ আমির হোসেন (৪২),* পিতা- মৃত আলী হোসেন, সাং- শুভাঢ্যা পশ্চিমপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা, *২। গুল মোহাম্মদ @ আনোয়ার হোসেন (৫০),* পিতা- মৃত সাচ্চু মিয়া, সাং- শুভাঢ্যা উত্তরপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ও তদন্তে প্রাপ্ত আসামী  ৩। মো: আবুল হোসেন (৫৪),* পিতা- মৃত নুরু মিয়া, সাং- পূর্ব চরাইল, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’গণকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host