মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ। পৌর ১১নং ওয়ার্ডে ওএমএস ডিলারের পাশে বসার টুল ও শাওনি টাঙিয়ে দিলেন ছাত্রনেতা বারেক ভূঁইয়া কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন।

মাদক ব্যবসায়ীকে বাঁচানোর জন্য পুলিশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ।

মাদক ব্যবসায়ীকে বাঁচানোর জন্য পুলিশের বিরুদ্ধে মিথ্যা
সংবাদ প্রকাশ ।

প্রকাশিত সংবাদ প্রতিবাদ
গত ২৭ আগস্ট ২০২৩ইং তারিখ জাতীয় দৈনিক রূপবানী পত্রিকায় ও কয়েকটি অনলাইন পের্টালে “দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে রুমে তল্লাশীর নামে ডাকাতির অভিযোগ”

শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচরে এসেছে। প্রকাশিত সংবাদের বর্ণনা মতে আমি প্রতিবাদকারীর নেতৃত্বে ১১/০৮/২০২৩ইং তারিখ গভীর রাত্রে সংবাদে আব্বাস এর স্ত্রী বসবাসকারী হাসনাবাদ মোকাম পাড়া এর বাসায় গভীর রাত্রে প্রবেশ করিয়া সংবাদ দাত্রীকে ভয়ভীতি প্রদর্শন পূর্বক নগদ অর্থ এবং স্বর্ণালংকার ছিনাইয়া নেওয়ার অভিযোগে সংবাদটি প্রচারিত করা হয় যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে আমি প্রতিবাদকারীর বক্তব্য হলো আমার নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের থানা পুলিশের কিলো ফাইভ নাইট ডিউটি পালন কালে স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই হাসনাবাদ মোকাম পাড়ার মাদক ব্যবসায়ী পলাশ তার দ্বিতীয় তলার বাসায় আছে। হাসনাবাদ মোকাম পাড়া জৈনক মাদক ব্যবসায়ী পলাশ কে ধরতে যাই। মাদক ব্যবসায়ী পলাশ দ্বিতীয় তলায় থাকে। সংবাদে অভিযোগকারীর নাম আব্বাস এর স্ত্রীসহ নীচতলায় বসবাস করে থাকে মোঃ আব্বাস মাদক ব্যবসায়ী পলাশের আপন বোন জামাই। বাসায় ডুকতে মাদক ব্যবসায়ী পলাশ এর দুলা ভাই (মানবধিকার ও সাংবাদিক পরিচয় দানকারী)মোঃ আব্বাস, ফোর্সকে বাসায় ডুকতে দেয়া নিয়ে গরিমসি করে আমাদের অভিযানে ব্যঘাত ঘটায় এবং সে নিজেকে মানব অধিকার সাংবাদিক পরিচয় দেয় এবং পলাশ কে পালিয়ে যেতে সহযোগিতা করে।  এমনকি অকথ্য ভাষায় গালাগালি করে। আমি প্রতিবাদকারী ও আমার ফোর্স উক্ত (মানবধিকার সাংবাদিক পরিচয় দানকারী) আব্বাস এর নিচ তলার বাসায় বা নিচে কোন রুমে কেউ প্রবেশ করেনি মুলত ফোস সরাসরি দোতলায় জায় আমি নিচে ছিলাম এবং আববাস ও তার স্ত্রী নিচে আমার সাথে দাড়িয়ে ছিল। পরে বিষয়টি আমার অফিসার ইনচার্জ কে জানাই। একপর্যায়ে উক্ত মাদক ব্যবসায়ী পলাশ আমাদের খবর টের পেয়ে ফোর্স দ্বিতীয় তলায় যেতে না যেতে অণ্যবাড়ি গাছ বেয়ে পালিয়ে যায়। আমি বাসার নিচে ছিলাম উক্ত বাসায় নিচে গেটের বাহিরে ছিলাম। অভিযান চলাকালে পলাশের বাড়ীর সামনে অবস্থানরত স্থানীয় ব্যক্তিগন ঘটনা দেখিয়াছে যাহা তদন্তকালে প্রকাশ পাইবে। আমি প্রতিবাদকারীর বক্তব্য হলো মাদক ব্যবসায়ী পলাশ এর দুলা ভাই মোঃ আব্বাস তার সালা পলাশকে বাচাঁতে এমন মিথ্যা সংবাদের নাটক সাজিয়েছে। মানব অধিকার সাংবাদিক পরিচয়কারী মোঃ আব্বাস মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদটি প্রকাশিত হওয়ায় বাংলাদেশ পুলিশের মানখুন্ন হয়েছে যেহেতু আমি প্রতিবাদকারীর এমন সংবাদ প্রকাশ করার আগে এই প্রতিবেদকরা আমার কোন বক্তব্য তারা নেয়নি তাদের মন গড়া বক্তব্য দিয়েছে।

তাতে প্রমানিত হয় মোঃ আব্বাস উদ্দেশ্য প্রনিত ভাবে মিথ্যা বানোয়াট সংবাদের সাথে তার হাত বা যোগসাজস রহিয়াছে বলে আমি মনে করি। আমি এই মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারীঃ মোঃ ইমরান উকিল
এস.আই. (নিরস্ত্র)
দক্ষিণ কেরানীগঞ্জ থানা, জেলা- ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host