সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

মিরপুরে রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মিরপুরে রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : : আজ ১৩ ই আগস্ট মিরপুর-১০ এ অবস্থিত থার্টিন হাটস ক্যাম্পের একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী মফিজ ও তার ছেলে হাসান,আলী, মেয়ের জামাই হাসান সহ পরিবারের সবাই মাদক ব্যাবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এদের অত্যাচার , নিপীড়ন-নির্যাতনে অতিষ্ট হয়ে গত বছর এলাকাবাসী উঠান বৈঠক করে যার ফলে পল্লবী থানার অভিযানে মফিজকে ১৭২ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। বছর যেতে না যেতে জামিনে মুক্ত হয়ে গত ০৫-০৮-২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ১০:২০ ঘটিকায়
মফিজের ছেলে আলী ও হাসান তার বাহিনী নিয়ে উঠান বৈঠক করার জন্যে এবং পল্লবী থানার ১৭২ গ্রাম হিরোইন মামলার সাক্ষী দেয়ায় ডলার(৩২) এর বাসা ৫ নং ওয়াপদা বিল্ডিং এ গিয়ে এলো পাথাড়ি গুলি করে গুলিতে নিহিত হয় রুবেল ও গুরুতর আহত হয় ডলার নামের ছেলে। রুবেলের খোঁজ নিয়ে জানা যায় সে ভ্যানে করে কাঁচা বাজার বিক্রেতা এবং ডলার মোটর পার্টসের ব্যাবসা করে।এই ঘটনার বিষয় এলাকাবাসীর কাছে জানতে পারি যে এই মফিজ ও তার পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে হয় তাকে জেলহাজতে যেতে হয় না হয় পরিবার নিয়ে এলাকা ছাড়তে হয় এদের অত্যাচারে তবে এই বার পুরো দেশ যখন স্বৈরাচার সরকারে পতনে আনন্দ উল্লাসে মেতেছিলো এই সুজুক কে কাজে লাগিয়ে মফিজের ছেলে হাসান ও আলী মিরপুর থানার লুট কৃত অস্ত্র দিয়ে নৃশংস হত্যা কান্ড করে এতে কুরবান, বট রনি , সাকিব , রাকিব , ফয়সাল সহ জড়িত আরও অনেকে।আলীর নেতৃত্বে গুলি করে কুরবান ,সাকিব ও বট রনি।এমন নৃশংস হামলা দেখে ভয় ও আতঙ্কে দিন কাটছে নিহিত ও আহত পরিবারের সাথে এলাকাবাসীর ও। আজ ১৩-০৮-২০২৪ রোজ মঙ্গলবার মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এর সামনে মানব বন্ধন করেন এলাকাবাসী। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সামনে মানব বন্ধন করার অনুমতি চেয়ে লিখিতভাবে দিলে সেনাবাহিনীর পক্ষ থেকে মানব বন্ধন করার অনুমতি দেন। এবং আশ্বাস দেন অপরাধী দেড় শাস্তির বিষয়ে।এই মাদক ব্যাবসায়ী মফিজের নামে বেনামে অনেক সম্প্রতি করেছে। এলাকাবাসী এর আগেও নানান দপ্তরে লিখিত অভিযোগ দিলেও আশা অনুরুপ কোন সমাধান পাননি বলে ও জানান ভুক্তভোগীরা।এই মাদক ব্যবসায়ী মফিজকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি ও জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host