শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নোয়াখালীর সেনবাগে দু্ই সাংবাদিককে হত্যার হুমকি: বিএমএসএফ’র প্রতিবাদ

নোয়াখালীর সেনবাগে দু্ই সাংবাদিককে
হত্যার হুমকি: বিএমএসএফ’র প্রতিবাদ

নোয়াখালীর সেনবাগে দুই সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে হুমকিদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করেন।

সম্প্রতি করোনাকালে চট্টগ্রাম থেকে একটি ট্রাক কয়লা নিয়ে ইউনুস পাটোয়ারীর বাচ্চুর বাবা ব্রিকফিল্ডে নিয়ে যাচ্ছিল।

এ সময় স্থানীয়রা যাওয়ার পথে করোনার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাকটির গতিরোধ করে ড্রাইভারকে করোনার সচেতনতার বিষয়ে বুঝিয়ে বলেন । সচেতনতার বিষয়ে স্থানীয়দের সাথে সাংবাদিকেরা ড্রাইভারকে লকডাউনের বিষয়ে বুঝিয়ে বলাকে কেন্দ্র করে ইউনুস পাটোয়ারী বাচ্চুর বাবা ব্রিকফিল্ড” মালিক মোবাইলে সাংবাদিকদের বলেন, ঘরে বসেই ইউএনও ওসিকে ম্যানেজ করি। সাংবাদিক কোন চ্যাটেন বাল। এরপরেই ১২/১৩ জন সন্ত্রাসী নিয়ে ঘটনাস্থলে এসে সাংবাদিক সাহাদাত হোসেন ও মাহমুদুর রশিদকে (রাজু) হত্যার হুমকিধমকি দেন । এ বিষয়ে ওই দিনেই সাংবাদিক রাজু বাদী হয়ে সেনবাগ থানায় ইউনুস পাটোয়ারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ।

অপরদিকে নিজের অপকর্ম থেকে রক্ষা পেতে ইউনুস পাটোয়ারীর বাচ্চু বা “বাবা ব্রিকফিল্ড” এ মালিক উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মঙ্গলবার (২৮এপ্রিল) সেনবাগ থানায় হয়রানী মূলক মিথ্যা অভিযোগ দায়ের করেন ।
ইউনুস পাটোয়ারীর বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীচক্রের হোতা এবং ২০০৩ সালে বিএনপির ক্লাবের নামে হিন্দুদের জমি দখলসহ নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরী করে সন্ত্রাসী বাহিনী দিয়ে সিদ্দিক ব্রিকফিল্ড দখল করারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন উভয় পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ করেছে । তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে । তবে এখন পর্যন্ত সাংবাদিকদের পক্ষ থেকে হুমকির ঘটনার কোন আইনী ব্যবস্থা গ্রহন না করায় বিএমএসএফ উদ্বেগ প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host