সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিলো জাতীয় পার্টি। ঢাকা জেলার ডিবি অভিযানে ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। দেশ ছেড়ে পালালেও স্বস্তিতে নেই সাবেক ছাত্রনেতা আবুল বসার কেরানীগঞ্জে ময়লার ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন। নাটোর – ১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আশুলিয়া থানার মো. রুবেল হাওলাদার, পিপিএম গণভোট মানে কী গণভোট হলো এমন একটি ভোট। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে গণভোটের ভূমিকা ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ২ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক।

ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ২ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার।

ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ২ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) এর বিশেষ অভিযানে সাভার মডেল থানার একটি ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় ২ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সাভার মডেল থানার মামলা নং–৭২, তারিখ ২৮/১২/২০২৫, ধারা ৩৯৫ পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত মামলাটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৭/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্র (ছুরি, লাঠি), তালা কাটার মেশিনসহ ২টি ট্রাক নিয়ে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকার এ.সি.আই মোটরস্ লিমিটেড কোম্পানির ওয়্যারহাউজে প্রবেশ করে। এ সময় তারা সিসি ক্যামেরা মেইন সার্ভারসহ ৪টি তালা ভেঙে দুইজন নিরাপত্তা প্রহরীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

ডাকাতরা ওয়্যারহাউজ থেকে প্রায় ১২২ পিস টায়ার (মূল্য আনুমানিক ৩২,৮৮,১৪৮ টাকা), কনস্ট্রাকশন ইকুইপমেন্টের স্পেয়ার পার্টস (মূল্য ২,৪৩,৭৩৯ টাকা), একটি স্ক্যানার মেশিন (মূল্য আনুমানিক ৭,৫০০ টাকা) এবং নগদ ১,৮৪,৭৩৯ টাকা লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মোট আনুমানিক মূল্য ছিল ৩৫,৩৯,৩৮৭ টাকা। এ ঘটনায় বাদী আমিনুল ইসলাম মামলা দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দাস ও এসআই (নিঃ) মনির হোসেনসহ ডিবি (দক্ষিণ) এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রথমে ঘটনার সঙ্গে জড়িত আসামি আবুল কালাম @ লাল মিয়া (৫৫) ও রবিন (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম @ লাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয় এবং পিকআপটির মালিক নজরুল (৫০) কে ১৭/০১/২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে গ্রেফতার করা হয়। এরপর নজরুলের তথ্যমতে যশোর জেলার মনিরামপুর থানাধীন শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মনিরুল ইসলাম (৪৫), পিতা—আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে এই মামলার লুণ্ঠিত ২৬ পিস গাড়ির টায়ার (এর মধ্যে ১৬টি বড় ও ১০টি ছোট), যার আনুমানিক মূল্য ৮,০৩,৪০৬ টাকা, উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের কয়েকজনের নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে, যা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা সবাই পেশাদার ডাকাত। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

১০

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host