শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

টাকা না দেয়ায় রাজধানীতে এক নবজাতককে হত্যা করলো হিজলারা

টাকা না দেয়ায় রাজধানীর যাত্রাবাড়িতে ১৫ দিনের এক শিশুকে হত্যা করলো হিজলারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শনি আখড়ার শেখদীতে ঘটনাটি ঘটেছে।

দুপুরে বাসায় কেউ যখন ছিল না তখন হিজলাড়া বাসায় আসে। বাসায় বাচ্চাটির মা একা ছিলো, সে কথা বলতে পারে না।

হিজলাড়া বাসায় এসে টাকা দাবী করলে মহিলাটা দিতে পারে নাই। পরে হিজলারা টাকা না দেয়ায় বাচ্চাটিকে গোসল খানায় ফেলে দিয়ে বাচ্চার মাকে ঘরে বন্দী করে রেখে যায়।

পরে বাসায় শব্দ পেয়ে লোকজন এসে ঘর খুলে মাকে উদ্ধার করে এবং গোসল খানায় বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিক্ষুব্ধ জনতা পরে এলাকা ঘেড়াও করে ১ হিজলাকে আটক করে।

আজকে দুপুরে আনুমানিক প্রায় একটার দিকে ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ীর শনি আখড়ার শেখদী এলাকায়। দুপুরে যখন কেউ বাসায় ছিলোনা তখন হিজলারা বাসায় আসে। আর তখন বাচ্চার মা বাসায় একা ছিলো। এইখা বলে রাখা ভালো বাচ্চার মা একজন বোবা

হিজলারা বাসায় এসে টাকা দাবী করে। আর টাকা না দিলে মাকে বেধে বাচ্চাকে টয়লেটের বালতিতে উপুড় করে ফেলে তালা মেরে চলে যায়।

পরে শব্দ পেয়ে লোকজন ঘর থেকে মাকে উদ্ধার করে আর গোসল খানায় মৃত অবস্থায় বাচ্চাটিকে পাওয়া যায়।

বাচ্চার বাবা বাসায় এসে কান্নায় ভেঙে পরে।

বিক্ষুব্ধ জনতা পরে এলাকা ঘেড়াও করে ১ হিজলা কে আটক করে।

আরো পড়ুন : শিশু ধর্ষনের মূল্য আড়াই লাখ

মোঃ মাসুদ।

সুত্র: সাইবার ৭১

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host