রবিবার, ১৩ Jul ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ ৪জন গ্রেফতার। হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ। পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের। ৬ই জুলাই রোজ রোববার লালবাগ থানা বিএনপি ২৩ নং ওয়ার্ডের সভাপতি সাঈদ হোসেন সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী কেরানীগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপির সমাবেশ অনুষ্ঠিত।

ঝালকাঠিতে ফিটিং মামলায় হয়রানীর শিকার সাংবাদিক।। শহীদ পরিবারের বাড়ী দখল

ঝালকাঠিতে ফিটিং মামলায় হয়রানীর শিকার সাংবাদিক।। শহীদ পরিবারের বাড়ী দখল

রিপোর্ট : ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরে শহীদ পরিবারের যায়গা দখল করতে মাদক ব্যাবসায়ী ও ডিবি পুলিশের ফিটিং মামলায় হয়রানীর শিকার হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রবীন সাংবাদিক আসিফ মানিক। তাকে ২ পিচ ইয়াবার ফিটিং মামলা দিয়ে আটক করে শহীদ পরিবারের বসতবাড়ীর যায়গা দখল করে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তার সন্ত্রাসী দল। জায়গা দখলকালে শহীদ মুক্তি যোদ্ধার স্ত্রী আনোয়ারা বেগম ঝালকাঠি থানায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পায়নি উল্টো তার পুত্রকে ডিভি পুলিশের একটি সাজানো মামলায় নাম অন্তর্ভুক্ত করে আটক করে। অপরদিকে মাদক ব্যাবসায়ী ভুমিদস্যুরা শহীদ মুক্তিযোদ্ধা পুনর্বাসনের যায়গা দখল করে অপুরনীয় ক্ষতি করেছে বলে শহীদের স্ত্রী জানান। সাজানো মিথ্যা মামলার প্রতিকার চেয়ে সাংবাদিক আসিফ মানিক পুলিশের মহাপরিদর্শক এর কমপ্লেইন সেল এ অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে সরেজমিন অনুসন্ধানে জানাগেছে ঘটনার দিন ১৬ জুলাই সন্ধ্যায় সাংবাদিক আসিফ মানিক তার মোটর সাইকেল রাস্তার ঢালে দোকানের সামনে রেখে মাগরিবের নামাজ পড়ার জন্য ঝালকাঠি শহরের কৃষ্নকাঠি বিশ্বরোড সংলগ্ন আল ফালাহ জামে মসজিদে যায়। নামাজ শেষে বাসায় ফিরতে মটোর সাইকেল স্টারট দেয়। এসময় ঝালকাঠি ডিবি পুলিশ দোকানের সামনে বসা ঐ এলাকার মনির নামক যুবককে আটক করে দেহ তল্লাসী করে। এবং সামসুর হোটলের সামনে পরিত্যক্ত স্থান থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে স্থানীয় দোকানদার ও মসজিদের মুসল্লীদের জানায় মনিরের কাছ থেকে পেয়েছি।

মামলার ১ নং স্বাক্ষী দোকানদার সামসু জানান আমরা মনিরকে ডিবি পুলিশদের তল্লাসী করতে দেখেছি এবং মাটির উপর থেকে একটি প্যাকেটে ৪ টি ইয়াবা ট্যাবলেট উঠাতে দেখেছি। সাংবাদিক আসিফ মানিক বা অন্য কাউকে তল্লাসী করতে দেখিনি। ২য় স্বাক্ষী ওয়ার্কসপ দোকানদার আলীম মিয়া জানান পুলিশের অভিযান কালে সাংবাদিক আসিফ মানিক ঘটনা স্থলে ছিলনা। তিনি প্রায় ৩০ ফুট দুরত্ত্বের রাস্তায় মটোর সাইকেলে বসা ছিল। পুলিশ তার দেহতল্লাসী ও করেনায় বা তাহার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। তিনি বয়স্ক ও ভদ্রলোক বলে এলাকার লোক জানে। তাকে কেন এই মামলায় আসামী করা হয়েছে তা আমরা জানিনা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host