বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর উদ্দ্যেগে “এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি” গঠন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দফতরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা। ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর (৬৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এডভোকেট এম হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা ! যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক।

খুরুশকুলের পাহাড় কাটা বন্ধের দাবিতে আমরা সাধারণ জনগন ইতি পুর্বে বন বিভাগের বিভিন্ন অভিযোগ দাখিলের পরেও কোন সুরাহা হচ্ছে না।

খুরুশকুলের পাহাড় কাটা বন্ধের দাবিতে আমরা সাধারণ জনগন ইতি পুর্বে বন বিভাগের বিভিন্ন অভিযোগ দাখিলের পরেও কোন সুরাহা হচ্ছে না।

মোঃ রায়হান স্টাফ রিপোর্টার কক্সবাজার

না হওয়ার পিছনে আমরা জানতে পারি স্থানীয় বিট কার্য়ালয়ের সংশ্লিষ্ট কমকর্তা পরিচয়ে তরিকুল ইসলাম নামের বন পহরিসহ আরও বিটে যারা আছেন তাদের মধ্যে কয়েক জন এই পাহাড় খেকুদের সাথে মাসিক চুক্তিতে তাদের থেকে মোটা অংকের টাকা নেয়। সে বিট কর্মকর্তা পরিচয় দেবার প্রধান কারন হলো, খুরুশকুল বিট অফিসার না থাকায় এই সুযোগটা কাজে লাগিয়ে পাশের বিটের, বিট কর্মকর্তারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে খুরুশকুলের দায়িত্ব দিলে,ঐ সুযোগটা সে কাজে লাগায় এবং নিজেকে বিট কর্মকর্তা হিসাবে জাহির করে তোলে।
তার ফলে দিন দিন আরও বেপরোয়া হচ্ছে পাহাড় খেকুরা।বন বিভাগের উপর মহলে এবং পরিবেশ অধিদপ্তরের স্থানীয় ভাবে কয়েকবার অভিযোগ দেওয়ার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। রেন্জ কর্মকর্তা ফারুক বাবুল এবং খুরুশকুলের বিট কর্মকর্তা পরিচয় দেওয়া বন পহরি তরিকুল ইসলাম, এক গোয়ালের গরু।

বিশেষ রেঞ্জ কর্মকর্তা আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া ভাবে পাহাড় খেকুদের সাথে জড়িত থাকে।যার ফলে খুরুশকুলের পাহাড় কাটা দিন রাত নিয়মিত চলছে খুরুশকুলের পাহাড় খেকুদের সাথে হাত মিলিয়ে, অসহায় লেবার শ্রমিকদেরকে মামলা দেওয়ার জন্য পায়তারা চলছে প্রতিনিয়ত।যেন শাক দিয়ে মাছ ডাকা যায়।আমরা সাধারণ জনগন খুরুশকুলের পাহাড কাটা বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং দ্রুত পাহাড় কাটা বন্ধ না হলে আমরা খুরুশকুলের জনগন মানববন্দন করব,ওডিসি,এসিলেন্ড, এবং বন ও পরিবেশ অধিদপ্তরের মন্তর্নালয় বরাবর স্মারকলিপি প্রদান করিবো।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host