শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
 oplus_32
  oplus_32 খুনি হাসিনাসহ সকল আওয়ামী লীগের দোসরদের এই বাংলার মাটিতেই ফাঁসি হবে –অধ্যাপক শাহিনুর ইসলাম।

কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকা : ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় জিঞ্জিরার জনি টাওয়ার এলাকায় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। এবং পরে কদমতলী গোলচত্বর এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহিনুর ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের এ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। দিনটিকে তারা ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছেন।
ঢাকা জেলা নায়েবে আমির অধ্যাপক শাহিনুর রহমান বলেন,“আজকের এই কালো দিবস আমাদের জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ন্যায় ও সত্যের পথে যারা সংগ্রাম করেছেন, তাদের রক্ত ও ত্যাগকে আমরা কখনো বৃথা যেতে দেব না। অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শুধু একটি কর্মসূচি নয়—এটি ন্যায়ের প্রতিষ্ঠার অঙ্গীকার।” তিনি আরও বলেন,আমাদের আমিরে জামায়াত বলেছেন, আমাদেরকে যদি একবার সুযোগ দেন এই দেশের ফ্যাসিবাদের অন্যায়-অত্যাচার কর্মকাণ্ডের সমস্ত শিকড় আমরা উপচে ফেলবো।“আমরা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। কিন্তু অন্যায়ের অন্ধকারে যারা দেশকে নিমজ্জিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। কালো দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে শক্তিশালী করা।” তিনি আরও বলেন, শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা আর দ্বিতীয় কোন স্বৈরাচার, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী দেখতে চাই না। বাংলাদেশ জামায়াতে ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। খুনি হাসিনা সহ আওয়ামী লীগের দোসরদের এ বাংলার মাটিতেই ফাঁসি হবে ইনশাআল্লাহ। শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান,“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে কাজ করি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনে আমরা কখনো পিছিয়ে যাব না।”
এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে আয়োজিত ও
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান।কেরানীগঞ্জ মডেল জামায়াতের পূর্ব থানা আমির ডা:ইমাদুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা আমির মো:আব্দুর রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোঃ মাহমুদুর রহমান সিয়াম,কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি জনি টাওয়ার মোড় থেকে শুরু করিয়া কদমতলী গোল চত্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও সহযোগী সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন।