শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় ভুয়া সাংবাদিক আটক ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক আটক।

কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় ভুয়া সাংবাদিক আটক ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক আটক।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি অবৈধ ডেন্টাল ক্লিনিকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক জনতার হাতে আটক হয়েছে। পরবর্তীতে তাদেরকে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নিয়েছে। আটক শুভ ও কিরণ দুজনেই রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ অলিনগর এলাকায় সেবা ডেন্টাল ক্লিনিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চরকালিগঞ্জ এলাকায় দুলাল ব্যাপারী টাওয়ারের নিচ তলায় সেবা ডেন্টাল ক্লিনিক নামে কোন প্রকার কাগজপত্র ও বিডিএস ডাক্তার বিহীন ডেন্টাল ক্লিনিক পরিচালিত হচ্ছে। এমন খবর পেয়ে তারা একজন ম্যাজিস্ট্রেট ও একজন সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধ ক্লিনিকের মালিকের কাছে প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চায়। এ সময় প্রতিষ্ঠানের কোন কাগজ না থাকায় তারা প্রতিষ্ঠানের কাগজপত্র করিয়ে দিবে বলে টাকা দাবি করে।তবে আটক দুইজন বিষয়টি অস্বীকার করে বলেন,মালিক নিজেই তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে।

প্রতিষ্ঠানের মালিক বিজয় কুমার জানান আমি ক্লিনিকে বসে রোগী দেখছিলাম এমন সময় তারা দুজনে এসে একজন ম্যাজিস্ট্রেট ও একজন সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে কাগজপত্র দেখতে চায় এবং তারা আগে এ ধরনের অনেক অভিযান করেছে এমন বেশ কিছু ছবি আমাকে দেখায়। পরে আমার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে ভয় দেখিয়ে ৫০০০ টাকা নিয়ে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক আমি ক্লিনিকের বাইরে গিয়ে আশপাশের দোকানদারদেরকে জানালে ওই দুজনকে আটক করে পরিচয় জানতে চাইলে পরবর্তীতে তারা ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমাণিত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই পীযূষ কুমার জানান, স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়ে এসেছি। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিকের বড় ভাই অজয় কুমার বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host