মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
লক্ষীপুরের রামগতি থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দিপন চন্দ্র দাস গ্রেফতার করা হয়েছে। এ সময় অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেনের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এস আই সাইদ ।
রামগতি থানার পৌর ২নং ওয়ার্ডস্থ চর ডাক্তার সাকিনে প্রকাশ্য বুড়া কর্ত্তার আশ্রমের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে আসামী দিপন চন্দ্র দাস (৩০) গ্রেফতার করা হয়।
এ সময় তার সাথে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার কার হয় । গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে এলাকায় গাজা বিক্রি করে যুব সমাজ ধ্বংশের অভিযোগ রয়েছে। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন স্থানীয় কিছু বাসিন্দা এবং ছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মাসোহারার বিনিময়ে তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত দিপন চন্দ্রের বিরুদ্ধে রামগতি থানার মামলা নং-১৫, তাং-২৩/০৩/১৮ইং, ধারা- ১৯৯০সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধীত/০৪)এর ১৯(১) টেবিল এর ৭(ক) রুজু করা হইয়াছে।