শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পুরান ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের প্রসব বেদনায় ভূগছে — গয়েশ্বর। চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে জুলুশ অনুষ্ঠিত। অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ হচ্ছে মাদক .চাঁদপুর পুলিশ সুপার রকিব উদ্দিন চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নামে চাঁদাবাজি: গ্রেফতার ৩ জন। কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলার মাটিতে আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নাই ——- আমান। ৯ নং বালিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত।

বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

ফয়সাল হাওলাদারঃ

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, লাইটারেজ ও বাল্কহেড শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের নৌযান শ্রমিকেরা।
জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি গোলাম কিবরিয়া মিয়াজি এবং শ্রমিক নেতা শাহাদাত প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ২৩ রমজানের মধ্যে সকল নৌযান শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবীতে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, জাহাজী শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মো. হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম, মুন্সীগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম বাদশা, নারায়নগঞ্জ জেলা বাল্কহেড শাখার সভাপতি তৈয়ব হোসেন, চট্টগ্রাম শাখার লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ শাহাদত, বরিশাল শাখার নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রিপন হাওরাদার, খুলনা শাখার সাধারণ সম্পাদক এম কে মনির, মোংলা শাখার সাধারণ সম্পাদক কাওসার মাস্টার, মোংলা লাইটারেজ শাখার সহ সভাপতি যুবায়ের ড্রাইভারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন গত ৫ নভেম্বর রাতে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে স্পীড বোট ও মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষে শান্ত নামে একজন মারা যায়। এই ঘটনাকে উদ্দেশ্য প্রনোদিত সাজানো হত্যা মামলা দেওয়া হয় শ্রমিক নেতা ও সমাজ সেবক গোলাম কিবরিয়া মিয়াজি এবং শাহাদাত প্রধানের বিরুদ্ধে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ২৩ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারেজ জাহাজ, বালুবাহী বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চসহ সকল নৌ শ্রমিকদের বকেয়া বেতন বোনাসসহ পরিশোধ করতে হবে।

১৪-০৩-২০২৫

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host