মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে নোংরা পরিবেশে ভেজাল চকলেট–লজেন্স আচার উৎপাদন: অনুমোদনহীন কারখানায় শিশু শ্রমের অভিযোগ। কেরানীগঞ্জে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা-সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নতুন মৌলিক গান “বশীকরণ তাবিজ” নিয়ে আবারও আলোচনায় কণ্ঠশিল্পী রাকা পপি নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত।

ঢাকার কেরানীগঞ্জে এসিল্যান্ড তিন্নির পর কামরুল হাসান সোহেল সহ ২ জন করোনা আক্রান্ত

কেরানীগঞ্জে এসিল্যান্ড তিন্নির পর কামরুল হাসান সোহেল সহ ২ জন করোনা আক্রান্ত

ঢাকার কেরানীগঞ্জে এসিল্যান্ড তিন্নির পর মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল করোনা আক্রান্ত হেয়েছেন।খবরটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন ।

তিনি জানান, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ভীতি ছড়াচ্ছে বিশ্ব মহামারি করোনা। আর দেশের সব চেয়ে ঝুকিপূর্ণ এলাকার মধ্যে কেরানীগঞ্জ শীর্ষে। আজ ১৫ মে শুক্রবার পর্যন্ত এই উপজেলায় নতুন ৯ জনসহ করোনা আক্রান্ত হয়েছে ৩৫৮ জন।

আক্রান্ত নতুন ৯ জনের একজন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। বাকি ৮ জনের ৬জন জিনজিরা এবং ২ জন কালিন্দী ইউনিয়নের বাসিন্দা। খবরটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন

দেশের সংকটময় মুহূর্ত হতে গতকাল রাত পর্যন্ত করোনা যোদ্ধে মাঠে ছিলেন উপজেলার শীর্ষ তিন কর্মকর্তার একজন কামরুল হাসান সোহেল। এর আগে গত ১১ মে করোনা শনাক্ত হয় আইসোলেশনে আছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আব্দুল্লাহ তিন্নি।

কামরুল হাসান সোহেল কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার হিসেবে যোগদান করে কিছুদিনের মধ্যেই তার নিজ দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন জনকল্যানমুলক কর্মের মাধ্যমে সাধারণ মানুষের নিকট একজন জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত লাভ করেন।

করোনাভাইরাসের হাত থেকে কেরানীগঞ্জবাসীকে সচেতন করার জন্য শুরু থেকেই উপজেলার ১২টি ইউনিয়নে দিন-রাত কাজ করেছেন। কখনো পুলিশ, কখনো সেনাবাহিনী আবার কখনো সেচ্ছাসেবীদের নিয়ে মাঠ পর্যায়ে জনসচেতনতামুলক কাজ করেছেন এই কর্মকর্তা। কখনো নিজ হাতে মাইকিং করে জনগনকে সামাজিক দুরুত্ব বজায় রাখার ও তাদেরকে ঘরে থাকতে আহবান জানিয়েছেন।

বিদেশ ফেরত বিভিন্ন প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। এছাড়া করোনা শনাক্ত ব্যক্তিদের তৃনমুল পর্যায়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে গভীর রাতেও ওইসব ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। এসব কাজ করতে তিনি কখনো পিছপা হননি।

উপজেলা প্রশাসনের তরুন এই কর্মকর্তা সব সময় করোনা মহামারীর এই সময়েও মাঠ পর্যায়ে বেশি কাজ করেছেন। অন্যদিকে তিনি কখনো নিজে এবং কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একত্রে কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।

নিজরে জীবনকে তুচ্ছ করে কেরানীগঞ্জের আপামর জনগনকে সেবা দিতে গিয়ে অবশেষে জনবান্ধব এই সরকারি কর্মকর্তা নিজের অজান্তেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তবে ওর আগে তিনি নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়েছিলেন। বাড়িতে আইসোলেশনে থাকা দুই কর্মকর্তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিত দেবনাথ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host