বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ ৪জন গ্রেফতার। হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ। পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং

টেকনাফে ফের বিজিবির বিশেষ অভিযানে ৬টি অস্ত্রসহ ৪ ডাকাত আটক।

টেকনাফে ফের বিজিবির বিশেষ অভিযানে ৬টি অস্ত্রসহ ৪ ডাকাত আটক।
জুবাইরুল ইসলাম জুয়েল
কক্সবাজার -টেকনাফ

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রাদি উদ্ধার করেছে। এই ঘটনায় ডাকাত নুরুল আমিনসহ ৪জনকে আটক করা হয়েছে। স্থানীয় জনসাধারণ এলাকার শান্তি-শৃংখলা ফিরিয়ে আনতে বৃহত্তর রঙ্গিখালী এবং উলুচামরী এলাকার চিহ্নিত সন্ত্রাসী,খুনী, ডাকাত সদস্যদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
বিজিবি সুত্র জানায়, গত ২রা অক্টোবর সকাল ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ৬নং ওয়ার্ড উলুচামরী কোনার পাড়ায় বসত-বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ১০ রাউন্ড তাঁজা কার্তুজ, ৯ রাউন্ড খালি খোসা, ৪ রাউন্ড করে রাইফেলস ও এসএমজির এ্যামুনেশন, ৪ রাউন্ড রকেট প্যারাসুট প্লেয়ার, ১টি পুলিশ বেল্ট ও ১টি মোবাইলসহ উলুচামরী কোনার পাড়ার মৃত আবুল হোছন, মোহাম্মদ শফির পুত্র নুরুল আমিন (৩২), আনোয়ার হোছন (২১), রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত মোজাফ্ফর আহমদের পুত্র নজির আহমদ (৫০) এবং উলুচামরী কোনার পাড়ার মৃত হাজী রুহুল আমিনের পুত্র জাফর আলম (৪২) কে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্রাদিসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
উপরোক্ত বিষয়ে আলীখালী, রঙ্গিখালী, গাজী পাড়া এবং উলুচামরী কোনার পাড়ার সাধারণ মানুষ জানান, আমাদের এলাকায় মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ, মেম্বার নির্বাচনের গ্রæপিং এবং আধিপত্য বিস্তারের কারণে একাধিক স্বশস্ত্র গ্রæপের সৃষ্টি হয়েছে। তাদের স্বশস্ত্র গ্রæপের সদস্যদের চোরাগুপ্তা হামলা, পাল্টা হামলা, খুনাখুনি, অপহরণ ও মুক্তিপণ আদায়, চাঁদাবাজিতে নিরীহ সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ট হয়ে পড়েছে। এরা সময়-সুযোগে প্রতিপক্ষকে ঘায়েলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। এই অপকৌশলের খপ্পরে পড়ে অনেক সাধারণ মানুষের জীবন দূর্বিষহ হওয়ার পাশাপাশি অনেক পরিবার নিশ্চিত হয়ে যায়। তাই সাধারণ মানুষের স্বার্থে অপরাধী যে পক্ষেরই হোকনা কেন সবাইকে নিরপেক্ষ দৃষ্টিতে আইনের আওতায় আনা হলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

০৩-১০-২০

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host