বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনভা অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন,সহসভাপতি ফরিদা ইয়াসমিন,মো. গোলাম হোসেন সোহেল,সদস্য মো. আব্দুল গনি,বিনয় চন্দ্র সরকার, মো. রাসেল আহমেদ ও মাহামুদা আক্তার প্রমুখ।