শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

কেরাণীগঞ্জের বুড়িগঙ্গার খেয়াঘাট- আন্দোলন থেকে সরে দাড়িয়েছেন নৌকা মাঝিরা,

কেরাণীগঞ্জের খেয়াঘাট-
আন্দোলন থেকে সরে দাড়িয়েছেন নৌকা মাঝিরা, চলছে নৌকা।
নিজস্ব প্রতিবেদক,মোঃ ইমরান হোসেন ইমু,।

কেরাণীগঞ্জ-
ঘাট বন্ধের প্রতিবাদে টানা তিনদিন বিক্ষোভ কর্মসূচী পালন শেষে আজ আন্দোলন থেকে সরে দাড়িয়েছেন ওইসব ঘাট ব্যবহারকারি পথচারি-ব্যবসায়ী ও নৌকা মাঝিরা। কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের আশ্বাসের ভিত্তিতে তারা আজ থেকে তাদের পূর্বঘোষিত সকল কর্মসূচী স্থগিত করেছেন। ফলে বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন আলম মার্কেট বরাবর খেয়া পারাপারের তিনটি ঘাট থেকে স্বাভাবিক নিয়মেই পুনরায় শুরু হয়েছে নৌচলাচল। এতেকরে প্রাণ ফিরে এসেছে পূর্ব আগানগরের ওইসব ঘাট ব্যবহারকারি পথচারি-ব্যবসায়ী ও নৌকা মাঝিদের মাঝে।
জানাযায়,নৌনিরাপত্তার দাবিতুলে গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন খেয়া পারাপারের তিনটি ঘাট বন্ধকরে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতেকরে বিপাকে পরেযায় ওইসব ঘাট ব্যবহারকারি পথচারি-ব্যবসায়ী ও নৌকা মাঝিরা। তাই তারা ওই তীরের ঘাট বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার পর্যন্ত টানা তিনদিন বিক্ষোভ কর্মসূচী পালন করে।
এতে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছেন কেরাণীগঞ্জের পূর্ব আগানগর সহ গারমেস ব্যবসায়ী পল্লীর হাজার হাজার ব্যবসায়ী জনতা।
খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় তিনি কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে এক জরুরী বৈঠক করেন। কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির লি: সভাপতি মো.স্বধীন শেখের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশি,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম,
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু,সাধারন সম্পাদক জাকির আহম্মেদ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি, মিরাজুর রহমান সুমন, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম নীরা, গুদারাঘাট আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ মানিক শেখ,
ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন মার্কেট মালিকগণ। বৈঠক শেষে এ বিষয়ে আগামী মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সৃষ্ট এ সমস্যার একটি সমাধানের আশ্বাস দেন তিনি। তার এ আশ্বাসে ভিত্তিতে তাৎক্ষণিক আন্দোলন প্রত্যাহার করে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন আন্দোলনকারিরা।
কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.মুসলিম ঢালী বলেন, বিষয়টি নিয়ে পূর্ব থেকেই আমরা স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সঠিক দিক নির্দেশনার অপেক্ষায় ছিলাম। আমাদের অভিভাবক হিসেবে তিনি আজ আমাদের পাশে এসে দাড়িয়েছেন এবং তার দেয়া আশ্বাস ভিত্তিতেই আন্দোলন কারিরা তাদের আন্দোলন থেকে সরে দাড়িয়েছেন। আশা রাখি আগামী দিনগুলোতেও তিনি আমাদের পাশে থেকে সৃষ্ট এ সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা পালন করবেন।

কেরাণীগঞ্জ থেকে
মো.ইমরান হোসেন ইমু।
০৬- ০৯-২০২০ইং

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host