সোমবার, ২১ Jul ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

ঢাকার কেরানীগঞ্জে শহীদ নগর এলাকায় ,ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস

ঢাকার কেরানীগঞ্জে শহীদ নগর এলাকায় ,ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস, আতঙ্কে ভাড়াটিয়ারা ও আশেপাশের লোকজন, মোঃ ইমরান হোসেন ইমু নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের শহীদ নগর এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছে ২৬টি পরিবারের দেড় শতাধিক মানুষ  আছে, আতঙ্কে আশেপাশের লোকজন রা। ২০০০ সালে তৈরি করা ভবনটি একতলা মাটির নিচে। সংস্কারের অভাবে ভবনের অবস্থা এখন জরাজীর্ণ। বিভিন্ন জায়গায় ফাটল দেখা। ছাদের ঢালাই ও প্লাস্টার খসে পড়েছে। বৃষ্টি নামলে ছাদের ফাটলের অংশ দিয়ে পানি পড়ে প্রায় প্রতিটি ঘরের ভিতরে। ভবনটি যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির তিনতলা ভবনের নিচতলা দেবে গিয়ে আন্ডারগ্রাউন্ডে পরিনত
হয়েছে।
সেখানে বসবাসরত কয়েকজন জানালেন বিগত ছয় মাসের মধ্যে আমাদের বাড়ি ওয়ালা আমাদের কোন খোঁজখবর নেয়নি। বর্তমানে প্রতিটি ভবনে বসবাসরত পরিবারের কাছ থেকে ঘর ভাড়া বিদ্যুৎ বিল সহ বিভিন্ন খরচের টাকা প্রতি মাসেই নিয়ে নেয় বাড়িওয়ালা। ভাড়াটিয়া দের অভিযোগ, বাড়িভাড়া নিলেও বাড়ির এমন দুরবস্থা হলেও বাড়িওয়ালা সেদিকে খেয়াল করেনি। বাড়িতে থাকা ম্যানেজারের দায়িত্ব পালনকারী এক নারী জানালেন প্রতিটি বাসা থেকে, বিদ্যুৎ বিল সহ সাড়ে ৪-৫০০হাজার টাকা ভাড়া নেওয়া হয়।

ভবন মালিক মোঃ সালাম কে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ তবে আগামী কিছুদিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার চিন্তাভাবনা করছি।
১বছরের বেশি সময় আগে একজন ইঞ্জিনিয়ার দ্বারা ভবনটি পরীক্ষা করানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ ভবনটি সম্পর্কে স্থানীয় জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু কাছে থেকে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে আমি অবগত না। ভবনটির কি অবস্থায় আছে তাহার খোঁজখবর নিচ্ছি।জরাজীর্ণ ভবনটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর কাছে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি দেখবেন তারা ব্যর্থ হলে এ ব্যাপারে উপজেলা পরিষদ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host