মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৫ প্রার্থী।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-৩ আসন:
ঢাকা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক সাংবাদিকদের জানান, এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: শাহিনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমেদ খান, গণ অধিকার পরিষদের মো: সাজ্জাদ এবং গণসংহতি আন্দোলনের মো: বাচ্চু মিয়া।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো: মনির হোসেন, রেজাউল কবির, মো: সাজ্জাদ আলী, মো: নাজিম উদ্দিন, পারুল মোল্লা ও বেলাল হোসেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে মো: জাফর তার মনোনয়নপত্র দাখিল করেন।
ঢাকা-২ আসন:
অন্যদিকে, ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, এই আসনে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: জহিরুল ইসলাম।
তফসিল অনুযায়ী, জমা পড়া এসব মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
কেরানীগঞ্জের দুই আসনেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।