বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঠাকুরগাঁওয়ে নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা ! যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত।

কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার।

কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ আবুল কালাম আজাদ।

ঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক হিমেল ওরফে ফেন্সি হিমেল (৩৫) ও তার সহযোগী লিটন হোসেন (৪৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হিমেল সিদ্দিক দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মীর মোহাম্মদের ছেলে।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবির আভিযানিক দল শুভাঢ্যা হিজলতলা এলাাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হিমেল ও লিটনকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি আরও বলেন, হিমেল দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। তার সহযোগী লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

প্রসঙ্গত, এর আগেও আবু বক্কর সিদ্দিক হিমেলের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্ব পাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে জরায়ু ক্যান্সারের ভুয়া ভ্যাকসিন তৈরির ঘটনায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তখন সেখান থেকে নকল টিকা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ওই সময়ে তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host