শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শামীম আহম্মেদ :
শিক্ষার্থীদের শ্রেণিপাঠদান সময় বৃদ্ধির লক্ষ্যে নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চার শিফট থেকে দুই শিফটে রুপান্তরের ও বিদ্যালয়ের অভিভাবকদের বসার জন্য নবনির্মিত আসন সমূহের শুভউদ্বোধন করা হয়েছে। আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে এর শুভ উদ্বোধন করেন কেরাণীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আ’লীগ নেতা হাজী মো.আমিনুল হক জুয়েল। নয়াশুভাঢ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম জানান, কেরাণীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা এর প্রচেষ্টায় কেরাণীগঞ্জের চার শিফটের সকল প্রাথমিক বিদ্যালয় দুই শিফটে উন্নীত হয়। যার ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের অনুকূল পরিবেশ সৃষ্টি হলো। আশা করছি আগামী দিনে আমরা অনেক ভালো করবো।