বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

কেরানীগঞ্জে প্রতিদিন বিনামূল্যে ১শ’ মানুষকে সেহরি খাওয়াচ্ছেন মামুন,

 

কেরানীগঞ্জে প্রতিদিন বিনামূল্যে ১শ’ মানুষকে সেহরি খাওয়াচ্ছেন মামুন,

মানুষ মানুষের জন্য পবিত্র রমজান মাসজুড়ে রোজাদারদের বিনামূল্যে সেহরি খাওয়াচ্ছেন ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহাবুব আহাম্মেদ মামুন ।

সৃষ্টিকর্তার কৃপা লাভের আশায় রোজাদারদের সেহরি খাওয়ানোর মাধ্যমে আত্মতৃপ্তি পাচ্ছেন বলে জানান তিনি।

কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের মান্দাইল বাজার রোড এলাকায়, সুরুচি স্যুপ কর্ণার নামে একটি স্যুপের দোকানে আলহাজ্ব মাহাবুব আহাম্মেদ মামুন তার নিজস্ব অর্থায়নে প্রতিদিন প্রায় ১শ’ মানুষের সেহেরির আয়োজন করেন মামুন। প্রতিদিন যেনো আরও বেশী মানুষ সেহরি খেতে আসে সে জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে মানুষকে জানান দিচ্ছেন।

এ বিষয়ে মাহাবুব আহাম্মেদ মামুন সংবাদ সবসময়়় bd.comকে বলেন, রোজার প্রথম রাত থেকে মান্দাইল এলাকার অসহায়, তৃণমূল অনাহারী মানুষের রোজা রাখার জন্য সেহরির ব্যবস্থা করেছি। খাবার হিসেবে ভাতের সঙ্গে গরুরর মাংস, খাসীর মাংস ও মুরগীর মাংস একেকদিনে একেকটা রান্না করা হয়, সাথে ডাল ও ডিম থাকে। এই আয়োজন চলবে পুরো রোজা জুড়ে।

এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনে বিপাকে পড়েছেন দৈনিক উপার্জনকারীরা। তাদের মধ্যে অনেকেই এখন খেয়ে না খেয়ে দিনপার করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে ক্ষুধায় যেন তাদের প্রাণ না যায়, তারা যেনো সেহরি খেয়ে রোজা রাখতে পাড়েন তাই আমার এই ক্ষুদ্র চেষ্টা। তবে এসব মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host