কেরানীগঞ্জে প্রতিদিন বিনামূল্যে ১শ’ মানুষকে সেহরি খাওয়াচ্ছেন মামুন,
মানুষ মানুষের জন্য পবিত্র রমজান মাসজুড়ে রোজাদারদের বিনামূল্যে সেহরি খাওয়াচ্ছেন ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহাবুব আহাম্মেদ মামুন ।
সৃষ্টিকর্তার কৃপা লাভের আশায় রোজাদারদের সেহরি খাওয়ানোর মাধ্যমে আত্মতৃপ্তি পাচ্ছেন বলে জানান তিনি।
কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের মান্দাইল বাজার রোড এলাকায়, সুরুচি স্যুপ কর্ণার নামে একটি স্যুপের দোকানে আলহাজ্ব মাহাবুব আহাম্মেদ মামুন তার নিজস্ব অর্থায়নে প্রতিদিন প্রায় ১শ’ মানুষের সেহেরির আয়োজন করেন মামুন। প্রতিদিন যেনো আরও বেশী মানুষ সেহরি খেতে আসে সে জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে মানুষকে জানান দিচ্ছেন।
এ বিষয়ে মাহাবুব আহাম্মেদ মামুন সংবাদ সবসময়়় bd.comকে বলেন, রোজার প্রথম রাত থেকে মান্দাইল এলাকার অসহায়, তৃণমূল অনাহারী মানুষের রোজা রাখার জন্য সেহরির ব্যবস্থা করেছি। খাবার হিসেবে ভাতের সঙ্গে গরুরর মাংস, খাসীর মাংস ও মুরগীর মাংস একেকদিনে একেকটা রান্না করা হয়, সাথে ডাল ও ডিম থাকে। এই আয়োজন চলবে পুরো রোজা জুড়ে।
এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনে বিপাকে পড়েছেন দৈনিক উপার্জনকারীরা। তাদের মধ্যে অনেকেই এখন খেয়ে না খেয়ে দিনপার করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে ক্ষুধায় যেন তাদের প্রাণ না যায়, তারা যেনো সেহরি খেয়ে রোজা রাখতে পাড়েন তাই আমার এই ক্ষুদ্র চেষ্টা। তবে এসব মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com