বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি।

গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে
চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি

মুহাম্মদ বাদশা ভূঁইয়া,চাঁদপুর প্রতিনিধি॥

গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফতে মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।‌ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড থেকে এই বিজয় র‍্যালী বের হয়। র‍্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে এসে শেষ হয়। র‍্যালীতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, দলীয় প্রতীক এবং বিভিন্ন স্লোগান সম্মিলিত ব্যানার ফেস্টুন দেখা গেছে।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি লিয়াকত হোসাইন।

সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, আবুল বাসার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ নেয়ামত হোসেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক আবু হুরায়রা ও শহর শাখার সহ-সভাপতি আব্দুর রহমান।

সভাপতির বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে দেশকে দুঃশাসন, জুলুম ও ভোটহীনতার রাজত্বে নিমজ্জিত করে রেখেছিলো। তার নির্যাতন নিপীড়ন থেকে এদেশের গরিব মেহনতী মানুষ থেকে শুরু করে আলেম-ওলামারাও রক্ষা পায়নি। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে। নতুনভাবে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে।

তিনি বলেন, সরকার পতনের পর মানুষ যখন একটু স্বস্তি আশা করেছিল, তখনই আরেকটি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা গোষ্ঠী নতুন রূপে আবির্ভূত হয়েছে। তারাও আবার নতুন করে সাধারণ মানুষকে জিম্মি করে লুটপাটে নেমেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কেউ যদি শেখ হাসিনার মতো অন্যায়কারী, গণবিরোধী, ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও রাজপথে প্রতিবাদ গড়ে তোলা হবে। তাদেরও ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, খেলাফতে মজলিস বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। দলটি কখনো কোনো সরকারের পদলেহন করেনি, বরং সত্য ও ইনসাফের কথা বলেই রাজনীতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে যখন কেউ সাহস করে উচ্চকণ্ঠে কথা বলেনি, তখনও খেলাফতে মজলিস রাজপথে ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাফতে মজলিস শুধু রাজনৈতিক দল নয়, এটা একটি আদর্শিক সংগ্রাম, যা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি সমাজব্যবস্থা কায়েমের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, যুব মজলিসের জেলা প্রচার সম্পাদ মাওলানা হামিম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তারেক হাসান, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host