শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১ জন । ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর উদ্দ্যেগে “এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি” গঠন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দফতরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা। ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর (৬৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এডভোকেট এম হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা ! যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স !

বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

ফয়সাল হাওলাদারঃ

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, লাইটারেজ ও বাল্কহেড শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের নৌযান শ্রমিকেরা।
জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি গোলাম কিবরিয়া মিয়াজি এবং শ্রমিক নেতা শাহাদাত প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ২৩ রমজানের মধ্যে সকল নৌযান শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবীতে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, জাহাজী শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মো. হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম, মুন্সীগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম বাদশা, নারায়নগঞ্জ জেলা বাল্কহেড শাখার সভাপতি তৈয়ব হোসেন, চট্টগ্রাম শাখার লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ শাহাদত, বরিশাল শাখার নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রিপন হাওরাদার, খুলনা শাখার সাধারণ সম্পাদক এম কে মনির, মোংলা শাখার সাধারণ সম্পাদক কাওসার মাস্টার, মোংলা লাইটারেজ শাখার সহ সভাপতি যুবায়ের ড্রাইভারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন গত ৫ নভেম্বর রাতে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে স্পীড বোট ও মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষে শান্ত নামে একজন মারা যায়। এই ঘটনাকে উদ্দেশ্য প্রনোদিত সাজানো হত্যা মামলা দেওয়া হয় শ্রমিক নেতা ও সমাজ সেবক গোলাম কিবরিয়া মিয়াজি এবং শাহাদাত প্রধানের বিরুদ্ধে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ২৩ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারেজ জাহাজ, বালুবাহী বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চসহ সকল নৌ শ্রমিকদের বকেয়া বেতন বোনাসসহ পরিশোধ করতে হবে।

১৪-০৩-২০২৫

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host