মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালী।
শামীম আহম্মেদ. কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মডেল থানা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালী বের করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ও অংগসংগঠনের আয়োজনে বিজয় র্যালীটি বছিলা সেতুর দক্ষিণ প্রান্ত হতে শুরু করে জয়নগরের জাউলাবাড়ি চৌরাস্তায় এসে শেষ হয়। বিজয় র্যালীতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা অংশ প্রহণ করে। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহসভাপতি মো মোজম্মেল হক, মো.নাজিম, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সেলিম রেজা,ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রাজু প্রমূখ।