শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৫জন

কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু,

 

ঢাকার কেরাণীগঞ্জ পৃথক তিনটি অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব- ১০ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় (২২শে এপ্রিল) বৃহস্পতিবার রাত একটার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সালমান (২৬) ও মোঃ আহসান সেলিম (২৬) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মটর সাইকেল, ০৩ টি মোবাইল ফোন ও নগদ- ৪০০/- টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন দুপুরে র‌্যাব- ১০ এর উক্ত আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন কসাইভিটা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পূর্ব চড়াইল এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ওয়াহিদা বেগম (৫০) ও মোঃ রুবেল হোসেন (২৫) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ০১ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা,০২ টি মোবাইল ফোন ও নগদ- ১০০০/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও একই রাতে র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে সোহেল (২০) নামের০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তার নিকট থেকে ৭৫ (পঁচাত্তর) গ্রাম গাঁজা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host